জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন নিয়ে মুন্সীগঞ্জে সাংবাদিক কর্মশালা

জসীম উদ্দীন দেওয়ান : আগামী ১৪ জুলাই জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিক কর্মশালার আয়োজন করেন মুন্সীগঞ্জ সিভিল সার্জন। বুধবার দুপুরে জেলা জেনারেন হাসপাতাল সভাকক্ষে এই কর্মশালায়। জেলা সিভিল সার্জন ডা. হাবিবুর রহমান জানান, এবার মুন্সীগঞ্জ জেলায় মোট ১৬৩৫টি কেন্দ্রে ১,৯৪,৭৭৪ জন শিশুকে ভিটামিন এ খাওয়ানো হবে, যাদের বয়স ছয় মাস থেকে ৫৯ মাস পর্যন্ত।

আর এসব কেন্দ্রে ৩২৭০ জন সেচ্ছাসেবক থাকবেন ২০৬ জন স্বাস্থ্য সহকারীকে সাহায্য করতে। গেল বছরের ভিটামিন এ ক্যাম্পিনে জাতীয় পর্যায়ে গড়ে ৯৮.৮৮ শতাংশ শিশুকে ভিটামিন খাওয়াতে পারলেও মুন্সীগঞ্জে এর পরিমান ৯৯.৮৮ শতাংশ। এবার শতভাগ শিশুকে ভিটামিন এ খাওয়ানোর লক্ষ্যমাত্রা নিয়ে মাঠে নামবে বলে জানান সিভিল সার্জন।

Leave a Reply