শ্রীনগরে র‌্যাবের সাথে গোলাগুলিতে বাঘড়ার তাজেল বাহিনীর সেকেন্ড ইন কমান্ড সোহরাব নিহত

আরিফ হোসেনঃ শ্রীনগরে র‌্যাবের সাথে বন্দুক যুদ্ধে বাঘড়ার তাজেল বাহিনীর শীর্ষ সন্ত্রাসী সোহরাব (৩৫) নিহত হয়েছে। সোহরাবের রিরুদ্ধে হত্যা, অস্ত্র, ডাকাতি, পুলিশ এ্যসল্ট, অপহরণসহ মোট ১৩টি মামলা রয়েছে। সে বাঘড়ার ত্রাস তাজেল বাহিনীর প্রধান তাজেলের বড় ভাই। বন্দুক যুদ্ধে র‌্যাবের দুই সদস্য আহত হয়েছে। রবিবার ভোর রাতে শ্রীনগর উপজেলার ছত্রভোগ এলাকায় এঘটনা ঘটে। র‌্যাব ঘটনাস্থল থেকে ১টি বিদেশী পিস্তল, ১ রাউন্ড গুলি, ৬শ’ পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ ১০ হাজার ৫ শত টাকা উদ্ধার করেছে।


র‌্যাব-১১ ভাগ্যকুল ক্যাম্পের কোম্পানি কমান্ডার এএসপি মহিতুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, র‌্যাবের কাছে তথ্য ছিল রবিবার ভোর রাতে একটি বড় ধরণের মাদকের চালান শ্রীনগরের ছত্রভোগ এলাকা দিয়ে পাচার হবে । খবর পেয়ে রবিবার ভোর রাত সাড়ে চার টার দিকে র‌্যার-১১ ভাগ্যকূল ক্যাম্পের একটি দল সেখানে অভিযান চালায়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা র‌্যাবের উপর গুলি বর্ষণ শুরু করে। র‌্যাবও পাল্টা গুলি ছোড়ে। গোলাগুলির এক পর্যায়ে তিন চারজন পালিয়ে যায়। এ সময় সন্ত্রাসীদের গুলিতে র‌্যারের এএসআই রেজাউল ইসলাম ও সিপাহী মো. কামরুজ্জামান আহত হয়। তাদেরকে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে। গোলাগুলির পরে সেখানে একটি লাশ পরে থাকতে দেখা যায়। খোজ নিয়ে জানা যায় , লাশটি শ্রীনগরের শীর্ষ সন্ত্রাসী মোঃ সোহরাব হোসেনের। সোহরাব বাঘড়া ইউনিয়নের রৌদ্রপাড়া গ্রামের ইউনুচ বেপারীর ছেলে। বেশ কয়েক বছর ধরে সোহরাব তার ভাই তাজেল বাহিনীর সাথে যুক্ত হয়ে আড়িয়ল বিল সহ বিভিন্ন এলাকায় হত্যা, ডাকাতি, অপরহন সহ মাদক ব্যবসা করে আসছিল।

Leave a Reply