টংগিবাড়ি চর দখলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ইউপি চেয়ারম্যানসহ আহত ১০ জন

জসীম উদ্দীন দেওয়ান: মুন্সীগঞ্জের টংগিবাড়ি উপজেলার দিঘীরপাড় ইউনিয়নের রাজারবাড়ি চর দখলকে কেন্দ্র করে দিঘীরপাড় ইউনিয়ন চেয়ারম্যান আরিফ হালদারসহ উভয় দলের ১০ জন আহত হয়েছে। আহতরা মুন্সীগঞ্জ জেনারেল হানপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা গ্রহন করছেন। টংগিবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ মো: আওলাদ হোসেন জানান, নদীর পাড়ে জেগে ওঠা চর নিজেদের কব্জায় নিতে দীর্ঘ দিন ধরে এই অঞ্চলের খাঁ ও হালদার বংশের মধ্যে সংঘাত চলে আসছে। তারই ধারা বাহিকতায় শনিবার দুপুরে দুই পক্ষের মধ্যে ধারালো অস্ত্র ও লাঠি সোটা নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটে।

এসময় চেয়ারম্যান আরিফ হালদার, বাচ্চু হালদার, মিজান খাঁ ও আব্দুর রহমান খাঁসহ মোট ১০ জন আহত হয়। ঘটনার কয়েক ঘন্টা পর্যন্ত ঘটনা স্থলে খাঁ বংশের লোকেরা আরিফ হালদার,বাচ্চু হালদার ও নিপুন হালদারকে আটকে করে রাখলে বেলা তিনটার দিকে পুলিশ তাদের উদ্ধার করে নিয়ে আসে। এই ঘটনায় পুরো এলাকা জুড়ে আতঙ্ক বিরাজ করছে এবং ভয় ও আতঙ্কে দিঘির পাড় বাজারের সকল দোকান পাট বন্ধ করে রাখে ব্যবসায়ীরা।

Leave a Reply