বিজয়ের চৈতালী সুর – জসীম উদ্দীন দেওয়ান

আমার অন্তরে বাজে বিজয়ের চৈতালী সুর।
খাঁ খাঁ করা উলঙ্গ রোদে সর্বগ্রাস করে দুর।
আমি হাসবো যৌবনের বসন্তী ডালে বসি।
অমানিশা সড়িয়ে এনে জোনাক জ্বলা শশী।
আমি মধু পূর্ণিমার জালে, হাঁটবো তালে তালে।
গহীন গাঙ্গের মাঝিরে ডাকি, সঠিকে দিবো মেলে।
আমি অবুঝকে বুঝে, নেবো সবুজকে খোঁজে।

আমায় নবীন এনে, সতেজকে টেনে, জয়ের পথিক সেজে।।
বার বার বহু বার, সোনালী পথ নিয়ে ধার।
শোধাবো মনো বলে, আমি উল্লাসে বলি আরবার।
আমি বৈশাখী ঝড়ে, রইবোনা ঘরে।
ঘ্রাস যতো রুখে দেবো আপন বাহুর তরে।

Leave a Reply