মুন্সীগঞ্জে নতুন আক্রান্ত ৭৬, করোনা শনাক্ত হাজার ছাড়াল

মুন্সীগঞ্জে রবিবার নতুন করে ৭৬ জনের করোনা শনাক্তে জেলায় এই সংখ্যা হাজার ছাড়ালো। পুরো জেলায় এখন করোনা শনাক্ত হলো ১০৩৫ জনের। গত ২৪ঘন্টায় মৃতের তালিকায় আরও এক জনের নাম সংযুক্ত হয়ে মৃতের সংখ্যা এখন ২৮। এই সময়ে আরওসুস্থ হয়েছে ১৯ জন। এতে জেলায় করোনা জয়ী ৩শ’।

মুন্সীগঞ্জের সিভিল সার্জন ডা. আবুল কালাম আজাদ জানিয়েছেন, নতুন ৭৬ জনের দেহে করোনা শনাক্তে মধ্যে মুন্সীগঞ্জ সদর উপজেলায়২৪, টঙ্গীবাড়ি উপজেলায় ১১, সিরাজদিখান উপজেলায় ২, লৌহজং উপজেলায় ১৯, শ্রীনগর উপজেলায়১৩ এবং গজারিয়া উপজেলায় ৭। মৃত ব্যক্তির লৌহজং উপজেলার, তার ব্যাপারে বিস্তারিত তথ্য দিতেপারেনি। এদিকে সুস্থ হওয়া ১৯ জনের মধ্যে রয়েছেন- মুন্সীগঞ্জ সদর উপজেলায় ১জন, টঙ্গীবাড়িউপজেলায় ২জন, লৌহজং উপজেলায় ১০ জন, শ্রীনগর উপজেলয় ২ জন এবং গজারিয়া ৪ জন। মুন্সীগঞ্জে সিভিল সার্জন আরও জানান, ৩ ও ৪ জুনের১৯৯টি রিপোর্ট পাওয়া যায় রবিবার। এই নিয়ে ৫২৪২টি নমুনার রিপোর্ট পাওয়া গেলো। রবিবার ২১০টি নমুনা প্রেরণ করা হয়েছে। এই নিয়েএ পর্যন্ত ৫৭০৯টি নমুনা প্রেরণ করা হয়েছে।

জনকন্ঠ

Leave a Reply