মুন্সীগঞ্জে ১দিনে ৭০ জন করোনাক্রান্ত

মুন্সীগঞ্জ জেলায় গেল ২৪ ঘণ্টায় ৭০ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এদের মধ্যে মুন্সীগঞ্জ সদরে ৩৬ জন, টঙ্গিবাড়ি ৯ জন, সিরাজদিখানে ১ জন, লৌহজংয়ে ২ জন, শ্রীনগরে ১৯ জন এবং গজারিয়ায় ১ জন নতুন করে করোনাক্রান্ত হয়েছেন।

এ নিয়ে জেলায় মোট আক্রান্ত হয়েছেন ৬ হাজার ২৭০ জন। তাদের মধ্যে মুন্সীগঞ্জ সদরে ৩১৫০ জন, টঙ্গিবাড়ি ৪৪৭ জন, সিরাজদিখানে ৯৮৩ জন, লৌহজংয়ে ৫৪০ জন, শ্রীনগরে ৬৬৫ জন এবং গজারিয়ায় ৪৮৫ জন লোক করোনাক্রান্ত হয়েছেন।

এ পর্যন্ত পাওয়া তথ্যের মধ্যে সর্বাধিক পরিমাণ করোনা শনাক্ত হয়েছে ৫ জুলাই সোমবার। জেলায় মোট ৩১ হাজার ২৮০ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে এর মধ্যে রিপোর্ট পাওয়া গেছে ৩০ হাজার ৮৭২ জনের। যে রিপোর্ট পাওয়া গেছে তাদের মধ্যে আক্রান্ত হয়েছেন ৬ হাজার ২৭০ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫ হাজার ৯২৮ জন। এ পর্যন্ত জেলায় মোট করোনা আক্রান্ত হয়ে ৬ টি উপজেলায় ৭২ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে গেল বছর ৬৯ জন এবং এ বছর ৩ জন মারা গেছেন।

সোমবার (৪ জুলাই) বিকেল ৬টার দিকে এ সব তথ্য নিশ্চিত করেছেন জেলার সিভিল সার্জন ডা, আবুল কালাম আজাদ।

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

Leave a Reply