নূহ-উল-আলম লেনিন – ফেরারী ঢেউ

আমি এখন ধ্যানমগ্ন, চীন সাগর আমার পদচুম্বন করছে
চীৎকার করে বলছে, হে সখা, আমায় ছেড়ে যেওনা
এই উপকূলে আমি দেখছি হার্মাদ, ডাচ, অ্যাংলো স্যাক্সন সব লুটেরা কুবের
দেখছি তোমার মতো অলীক প্রেমিক। যে আমারে দিতে পারে পবিত্র চুম্বন।
আমার ধ্যান ভেঙে গেলোঃ

একটি ফেরারী ঢেউ হঠাৎ মনের কানে জানালো সংবাদ, “বঙ্গোপসাগর থেকে
এনেছি বারতা, তোমার মানসী আমায় করছে জিজ্ঞাসা : কেন তাকে
ভুলে পরদেশী অন্য এক সাগরকন্যার প্রেমে কেন তুমি মগ্ন
সেই ঢেউ কেঁদে বলে ফিরে চলো সখা
বাংলার জল-হাওয়া দূরন্ত পাখালী আর এক নারী
তোমার জন্য জেগে আছে অন্তহীন অন্ধ ভালোবাসার আবেগে
অতঃপর বিদায়ের পালা, ক্ষণিক প্রিয়া হে আমার মালয় সাগরিকা
চিন্ময়ী জেগে আছে আমি আর কাহারে চাহিনা
তার সঙ্গে প্রেমে-অপ্রেমে যৌনযুদ্ধহীন সখ্যে বিরহে যুদ্ধে ও শান্তিতে
আছি অক্লেশে অন্তহীন জীবনে।

[ad#bottom]

Leave a Reply