বাজার চলাকালীন খসে পড়লো ছাদের পলেস্তারা, ব্যবসায়ী আহত

মুন্সিগঞ্জ শহরের প্রধান বাজার ভবনের ছাদের পলেস্তারা খসে পড়েছে। বাজার চলাকালীন সোমবার (১২ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে পলেস্তারার বড় একটি অংশ খসে পড়ে।

এতে সাগর (৩৬) নামের এক সবজি ব্যবসায়ী আহত হয়েছেন। তিনি স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বেশ কয়েক বছর ধরেই কাঁচা বাজারের ভবনটির পলেস্তারা খসে পড়ছে। সোমবার দুপুরে বাজারের বেচাকেনা চলাকালেই ভবনের পূর্ব দিকে পলেস্তারার একটি বড় অংশ খসে পড়ে। এতে নাকে ও কপালে আঘাতপ্রাপ্ত হন সবজি ব্যবসায়ী সাগর।

তবে খসে পড়া অংশের নিচে থাকা দোকান বন্ধ থাকায় প্রাণহানি ও বড় দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া গেছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

আহত সবজি ব্যবসায়ী সাগর বলেন, ‘হঠাৎ করেই ছাদের পলেস্তারা খসে পড়ে। আমি নাক ও কপালে আঘাত পেয়েছি। এ সময় পাশের দোকানের সজিব নামের আরেক ব্যবসায়ীও আহত হন।’

মুন্সিগঞ্জ বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক কামরুল হাসান লিন্টু বলেন, ‘মূল বাজারের পাশে অবৈধ দোকানদাররা বাজার ভবনের ছাদে টিন দিয়ে রেখেছে। টিনের পানি পড়ে ছাদের ক্ষতি হচ্ছে। পৌরসভা কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে।’

এ বিষয়ে মুন্সিগঞ্জ পৌরসভার মেয়র ফয়সাল বিপ্লব বলেন, পুরাতন ভবনটি ভেঙে বহুতল নতুন ভবনের জন্য ভূমি মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছিল। তবে দীর্ঘদিন অপেক্ষার পরও আমরা অনুমোদন পাইনি। আমাদের তহবিল থেকে এখন যেসব অংশ সংস্কার প্রয়োজন তার পরিকল্পনা চলছে। ঝুঁকিপূর্ণ অংশগুলোতে আগামীকালই অপসারণের কাজ করা হবে।’

আরাফাত রায়হান সাকিব/এসআর/এমএস

Leave a Reply