মুন্সীগঞ্জে মিনিবাস-পিকঅ্যাপ সংঘর্ষে আহত ১৪

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় মিনিবাস-পিকঅ্যাপ সংঘর্ষে আহত হয়েছেন ১৪ জন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে ৯ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। শনিবার সন্ধ্যায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাউশিয়া পাখির মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন, মো. আব্দুল্লাহ্ (২৭), মো. আরাফাত (২৫), সুমন মিয়া (২৭), মো. রাশেদ (৩২), মো. সোহাগ হোসেন (৩০), আলতাব হোসেন (৩২), জামির মিয়া (২৯), নিরব হোসেন (৩০), আরিফুল ইসলাম (৪০), আমির হোসেন। বাকিদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

ভবেরচর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ এএসএম রাশেদুল ইসলাম জানান, শনিবার সন্ধ্যায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মিনিবাস-পিকআপ ভ্যানের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সময় পিকআপ ভ্যানে থাকা ৯ জনসহ ১৪ জন আহত হয়েছেন।

গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আশ্রাফুল আলম শুভ বলেন, আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তার মধ্যে ৯ জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে।

সমকাল

Leave a Reply