মুন্সীগঞ্জে ১৬২০ পাউন্ড অবৈধ কারেন্ট জাল জব্দ, আটক ১

মুন্সীগঞ্জ সদর উপজেলার মুক্তারপুর ব্রীজের টোল প্লাজার সামনে থেকে আজমেরী চিশতিয়া কার্গো সার্ভিস নামের একটি কাভার্ড ভ্যান থেকে ১৬২০ পাউন্ড অবৈধ কারেন্টজাল জব্দ করা হয়েছে।

শনিবার রাত সাড়ে ১০ টার দিকে কাভার্ড ভ্যানটি আটক করে মুক্তারপুর নৌ পুলিশ।

রবিবার সকালে মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে কাভার্ড ভ্যান থেকে ১০ বস্তা ভর্তি এসব অবৈধ কারেন্ট জাল উদ্ধার করে নৌ পুলিশ।

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে কাভার্ড ভ্যান চালক মো. মহিউদ্দিনকে আটক করা হয়েছে।

পুলিশের দাবি, দীর্ঘদিন ধরে কাভার্ড ভ্যানের মাধ্যমে সূতা, প্লাস্টিকের দড়ি ও বৈধ জালের সাথে মিশিয়ে দেশের বিভিন্ন এলাকায় এভাবেই কারেন্ট জাল পাচার করা হচ্ছিল।

নৌ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. হেলাল উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে সংবাদ পায় যে, মুন্সীগঞ্জ থেকে চট্টগ্রামের উদ্দ্যেশে একটি কাভার্ড ভ্যানে করে অবৈধ কারেন্ট জাল পাচার হবে। মুক্তারপুর নৌ পুলিশের ইনচার্জ এস এম আব্দুস সোবহানের নেতৃত্বে নৌ পুলিশ সদস্যরা অভিযান চালিয়ে কাভার্ড ভ্যানটি আটক করে। অভিনব কায়দায় বৈধ সূতার জালের সাথে অবৈধ কারেন্ট জাল বস্তা বন্দি করে পাচার করা হচ্ছিল। গাড়ির ভেতর ১০টি বস্তার ভেতর জালগুলো ছিল। এসব জালের আনুমানিক মূল্য প্রায় ৮ লাখ টাকা। এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে চালককে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

অবজারভার

Leave a Reply