মেঘনায় লঞ্চডুবির ঘটনায় পুলিশের মামলা

Miraz161জেলার রসুলপুরের কাছে মেঘনা নদীতে যাত্রীবাহী লঞ্চ এমভি মিরাজ-৪ ডুবে যাওয়ার ঘটনায় মালিকসহ ৭ জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) সিদ্দিকুর রহমান জানান, সোমবার দুপুরে গজারিয়া থানায় উপ-পরিদর্শক (এসআই) হায়দার আলী বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন। মামলা নং-১৭।

তিনি আরও জানান, বিআইডব্লিউটিএর কতৃপক্ষ এখনও কোনো মামলা করেনি।

মামলার আসামীরা হলেন, লঞ্চের মালিক খন্দকার আনোয়ার হোসেন, লঞ্চের মাস্টার রফিকুল ইসলাম, সারেঙ্গ ছামসুদ্দিন, সুকানি মিন্টু, ওয়েলম্যান শহীদ, টিকেট মাস্টার দুলাল, কেবিরয় নূরুল ইসলাম।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার বিকেল সোয়া ৩টায় জেলার গজারিয়ার দৌলতপুর গ্রাম সংলগ্ন মেঘনাবক্ষে ঝড়ের কবলে পড়ে এমভি মিরাজ-৪ লঞ্চ ডুবে যায়। এখন পর্যন্ত ৫৬ জনের লাশ উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা লাশের মধ্যে রয়েছে- ৩১ জন পুরুষ, ১৪ জন নারী ও ১১ শিশু।

দ্য রিপোর্ট

Leave a Reply