নির্বাচন করতে পারবেন মেয়র খোকা

নির্বাচনে অংশ নিতে নির্বাচন কমিশনের বাধার সিদ্ধান্তের বিরুদ্ধে মেয়র সাদেক হোসেন খোকার রিট খারিজের হাইকোর্টের আদেশ স্থগিত করেছে সুপ্রিম কোর্ট। ঢাকা সিটি করপোরেশনের মেয়র খোকার লিভ টু আপিল ও রায় স্থগিত আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি জয়নাল আবেদীনের অবকাশকালীন বিশেষ আদালত এ আদেশ দেয়। আদালতের আদেশের পর খোকার আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ‘আপিল বিভাগ ছয় সপ্তাহের জন্য হাইকোটর্রে রায় স্থগিত করেছে। এর ফলে আসন্ন সংসদ নির্বাচনে খোকার প্রতিদ্বন্দ্বিতা করতে কোনো বাধা থাকলো না। শুনানিতে খোকার পক্ষে অংশ নেয়া সিনিয়র আইনজীবী ব্যরিস্টার রফিক উল হক আদালতকে বলেন, ‘মেয়রের পদ কোনো লাভজনক পদ নয়। তাই মেয়ররা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার যোগ্য।’ গত ৪ ডিসেম্বর বিচারপতি তারিক-উল-হাকিম ও ফারাহ মাহবুবের বেঞ্চ শুনানি শেষে খোকার আবেদন খারিজ করে রায় দেন- সিটি করপোরেশনের মেয়ররা জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে পারবেন না। এর আগে গত ২৫ নভেম্বর সাদেক হোসেন খোকাকে আসন্ন সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে না দেওয়ার ব্যাপারে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত চার সপ্তাহের জন্য স্থগিত করে হাইকোর্ট। পাশাপাশি খোকার নির্বাচনে অংশ নেওয়ার ব্যাপারে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত কেন অবৈধ ঘোষণা করা হবে না তার কারণ ওই সময়ের মধ্যে নির্বাচন কমিশনকে জানাতেও বলে আদালত। গত ১৭ নভেম্বর নির্বাচন কমিশন সিদ্ধান্ত জানায়, সংশোধিত গণপ্রতিনিধিত্ব আদেশের ১২ ধারা অনুযায়ী সিটি করপোরেশনের মেয়র বা কমিশনার লাভজনক পদ হওয়ায় ওই পদে দায়িত্বপালনকারীরা পদত্যাগের পর তিন বছর অতিবাহিত না হওয়া পর্যন্ত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না। ২৩ নভেম্বর সাদেক হোসেন খোকা রিটটি করেন।

Leave a Reply