দুরন্ত শৈশব স্মৃতি – রাহমান মনি

(বিশ্ব মা দিবসে সকল মা’কে উত্সর্গ)
পরের গাছে ঢিলটি মেরে,
ফলটি যখন নিতাম পেড়ে,
চোখ থাকতো আশে পাশে,
যদি বা কেউ ছুটে আসে।
না তাকিয়ে দিক-বিদিক,
ছুটে যেতাম এদিক-সেদিক।
এক দৌড়ে পগার পার,
কেউ পায়না, নাগাল আমার।
দুরু দুরু মনটা নিয়ে,
সময় কেমন যেত বয়ে।
এমনি করে সারাটা দিন,
কেটে যেত ভাবনা বিহীন।
সারা পাড়া ঘুরে শেষে,
ফিরি যখন অবশেষে,
করতে চেয়ে এর প্রতিকার,
বাবার কাছে আসলে বিচার।
বাবা দিলে কানটি মলে,
মা তখন উঠতো বলে,
সারাটা দিন খোকা আমার
খায়নি তো সে কোন খাবার।
স্নেহমাখা দিয়ে বকা,
বলতেন, ওরে দুষ্টু খোকা,
সারাটা দিন কোথায় থাকিস?
নিজের প্রতি খেয়াল রাখিস?
করেছিস কি চেহারা খানি
খাসনি কেন দানাপানি?
আয়রে বাবা খাইয়ে দেই,
অমনটি আর করতে নেই।
বাবা-মায়ের অনুশাসন,
ভাবতে গেলে হারায় এ মন।
ফেলে আসা সে দিনগুলি,
কেমনে ভুলি, কেমনে ভুলি।।

Leave a Reply