মুন্সীগঞ্জের যুদ্ধাপরাধীদের তালিকা তৈরির আহ্বান জানালেন স্থানীয় এমপিরা

কাজী দীপু:মুন্সীগঞ্জ থেকে: মুন্সীগঞ্জের ৬ উপজেলায় যুদ্ধাপরাধীদের তালিকা তৈরির আহ্বান জানিয়েছেন স্থানীয় সংসদ সদস্যরা। এ লক্ষ্যে তারা দলীয় নেতাকর্মীদের কাজ করার তাগিদ দিয়েছেন। গতকাল মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানে তারা এ আহ্বান জানান।

গজারিয়া পাইলট উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মুন্সীগঞ্জ-৩ আসনের সাংসদ এম ইদ্রিস আলী বলেন, বর্তমান সরকারের আমলেই যুদ্ধাপরাধীদের বিচার করা হবে। গজারিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিনের সভাপতিত্বে এতে উপজেলা চেয়ারম্যান রেফায়েত উল্লাহ খান তোতা বক্তব্য রাখেন।

টঙ্গিবাড়ি উপজেলার অনুষ্ঠানে বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ ও মুন্সীগঞ্জ-২ আসনের সাংসদ সাগুফতা ইয়াসমিন এমিলি। ওই সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এ কে এম সোহেল। শ্রীনগর উপজেলায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুন্সীগঞ্জ-১ আসনের সাংসদ সুকুমার রঞ্জন ঘোষ। উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল লতিফ মোল্লা এতে সভাপতিত্ব করেন।

[ad#co-1]

Leave a Reply