লৌহজংয়ে ১২০ কেজি ইলিশসহ ১০ জেলে আটক

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার পদ্মা নদীর অংশে অভিযান চালিয়ে ১২০ কেজি মা ইলিশসহ ১০ জেলে আটক ও ৫০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে।

শনিবার (৭ অক্টোবর) গোপন সংবাদের ভিত্তিতে দুপুর থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত এই অভিযান চালনা করা হয়।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা কামরুল হাসানের নেতৃত্বে অভিযানে উপস্থিত ছিলেন মাওয়া নৌ-পুলিশ ফাঁড়ি উপ-পরিদর্শক (এসআই) মো. জমশেদ আলী, সহকারী মৎস্য কর্মকর্তা মো. ইদ্রিস তালুকদার, নৌ-পুলিশ ও মৎস্য অফিসের কর্মকর্তারা।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা কামরুল হাসান বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, আটক জেলেদের লৌহজং থানা হেফাজতে রাতে রাখা হয়েছে। রবিবার (৮ সেপ্টেম্বর) সকালে ভ্রাম্যমাণ আদালতে তাদের হাজির করা হবে।

জব্দ হওয়া মা ইলিশ বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়েছে বলেও জানান তিনি।

বাংলানিউজটোয়েন্টিফোর

Leave a Reply