মুন্সীগঞ্জে পানিবাহিত রোগে আক্রান্ত হচ্ছে সাধারণ মানুষ

গোলজার হোসেন, মুন্সীগঞ্জ
মুন্সীগঞ্জ সদর উপজেলা বাণিজ্যিক এলাকা চরমুক্তারপুরে বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানে দূষিত বর্জ্য ধলেশ্বরী নদীতে ফেলা ও দাহ পদার্থ খোলা আকাশে ছড়িয়ে পড়ার কারণে পরিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছে। নদীর পানির রঙ দূষিত হওয়ার ফলে বিভিন্ন রোগ বৃদ্ধি পেয়েছে চরমুক্তারপুর এবং আশপাশের এলাকাগুলোতে। দিন দিন নদীর পানি ব্যবহারের অযোগ্য হয়ে পড়ছে ও দূষিত বর্জ্যে নদীর মাছ মরে বিলুপ্ত হচ্ছে।

সরেজমিন দেখা যায়, চরমুক্তারপুর এলাকার সিমেন্ট ফ্যাক্টরিসহ অন্যান্য ভারী ইন্ডাস্ট্রি খোলা আকাশে ক্লিংকার মেশানো ও জিংক ব্যবহার করা হচ্ছে। জাহাজ থেকে ক্লিংকার লোড এবং আনলোড করা হচ্ছে খোলামেলা পরিবেশে। এ পদার্থগুলো বায়ুর সঙ্গে মিশে এলাকাটি সব সময় ধোঁয়াটে করে রেখেছে এবং সব ইন্ড্রাস্ট্রির বর্জ্য নদীতে ফেলার কারণে মাছসহ অন্যান্য জলজ প্রাণীর মারাত্মক ক্ষতি হচ্ছে, পানি পচে দুর্গন্ধযুক্ত হয়ে পড়েছে। এক সময় ধলেশ্বরী নদীর পানি ছিল স্বচ্ছ টলটলে। চরমুক্তারপুরের আশপাশের এলাকার লোজজন এ নদীর পানি দিয়ে রান্নাবান্নাসহ তাদের নিত্যপ্রয়োজনীয় কাজ চালাত। অনেকে এ নদীর মাছ ধরে, বিক্রি করে জীবন ধারণ করত। এ মাছ শুধু মুন্সীগঞ্জ নয়, রাজধানী ঢাকা, নারায়ণগঞ্জসহ বিভিন্ন এলাকায় বিক্রি হতো। এ বিষাক্ত বর্জ্য পদার্থের কারণে কয়েক মাস আগে হাজার হাজার মরা চিংড়ি মাছ নদীতে ভাসতে দেখা গেছে বলে এলাকাবাসী জানায়। এখন ৪/৫ বছর ধরে এ নদীতে আগের মতো আর মাছ পাওয়া যাচ্ছে না। বেকার হয়ে পড়ছে অনেক জেলে। মুক্তারপুর চরমুক্তারপুর মিরেশ্বর, নয়াগাঁও, হাটলক্ষ্মীগঞ্জ,উত্তর ইসলামপুর, দক্ষিণ ইসলামপুর, চর কিশোরগঞ্জ, রমজান বেগ ও গুচ্ছগ্রামসহ নদীর দুধারে বসবাসকারী ৮/১০টি গ্রামের জনসাধারণ দূষিত পানি ব্যবহার করে ও বায়ুর সঙ্গে ধোঁয়া মেশানোর কারণে বিভিন্ন কঠিন রোগে আক্রান্ত হচ্ছে। শিশুসহ সব বয়সের নারী-পুরুষের অ্যাজমা, ব্রঙ্কাইটিস, সানোসাইটিস, সর্দিকাশি শ্বাসকষ্টসহ পানিবাহিত রোগে আক্রান্ত হচ্ছে বলে। চরমুক্তারপুর এলাকার খাদিজা বেগম (৫০) ডেসটিনিকে বলেন, শিল্প প্রতিষ্ঠানের বর্জ্য ধলেশ্বরী নদীতে মেশার কারণে গত ৪/৫ ধরে আমরা এ নদীর পানি ব্যবহার করি না। আমার পিতা ও স্বামী এ নদীতে মাছ ধরে তা বিক্রি করে সংসার চালাত।মুন্সীগঞ্জ সদর হাসপাতালের আরএমও ডা. এহসানুল করিম জানান, এই দূষিত বর্জ্যরে কারণে ক্লিকার এবং জিং ব্যবহারের ফলে পানি দূষিত হচ্ছে। এই পানি ব্যবহারের ফলে পেটের পীড়া চর্মরোগ এবং শ্বাস-প্রশ্বাসসহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে মানুষ। এছাড়া ডাইংয়ের রঙ ও বর্জ্য পানিতে মেশার ফলে এই অতিরিক্ত ব্যবহারের ফলে আক্রান্ত হচ্ছে।

[ad#co-1]

Leave a Reply