অন্য ফেব্রুয়ারি

মী জা নূ র র হ মা ন শে লী
এখনও সে ফিরে আসে, ফিরে ফিরে আসে,
আসে না আগের মতো ফুলে, গানে, প্রভাত ফেরীতে
যদি বা আসে, নিয়ে আসে দর্পিত গাড়ির বহর
সুসজ্জিত প্রহরীর সারি, সতর্ক শত লাঠিয়াল…

সে আসে ভীরুর মতো, সন্তর্পণে, মৃদু পদপাতে
আলোজ্জ্বল মধ্যযাম তাকে ম্লান ম্রিয়মাণ করে
সর্বগ্রাসী কলরবে কান্নাসিক্ত তার কণ্ঠস্বর
চাপা পড়ে যায় ছাইয়ের রাসের তলে যেমন আগুন

ফেব্রুয়ারি, ফেব্রুয়ারি নিমেষেই যেন সমাহিত
নিষ্প্রাণ পুষ্পস্তবকে, দুর্বৃত্তের নির্বেবিকী হাতে
দু:খ জাগানিয়া গানের কলির একুশে ফেব্রুয়ারি
খাদে ও মিশেলে, কলকোলাহলে আমরা ভুলিতে পারি।

[ad#co-1]

Leave a Reply