দেখো বাবা – নুসাইবা আক্তার নাসরিন

দেখ পৃথিবীর যত নোনা মিঠা জল,
আকাশে সব তারা ক্ষুদ্র মেঘের দল।
দেখ বাতাসের সাথে ক্ষণিক ভ্রমণ শেষে,
শীতল বেশে ফের ফিরেই তো আসে।
আসবে না তুমিও তবে?
ছোট,বড় অভিমান ঝেড়ে?
আমার আশাদের ধ্বংস শেষে?
ছোট্ট রাজ্যের রাজা হয়ে??
দেখ কেমন বেচেছি আশাদের তবে
শুণ্য দরে হতাশার কাছে..
দেখ স্বাগত তোমায় পাপড়ি ঝড়া গোলাপে,
মাটির নিচে তবু শুয়ে থাকবে?
কত কাল,কত দিন,কত রাত হবে?
আমার অপেক্ষার শেষ অবশেষে?
দেখ জানি বইকে দিয়েছি খুব ফাঁকি,
বইয়ের তলায় গল্প বই,লেখায় লুকোচুরি।
তাতেই রাগ??এতো অভিমান??
ছেড়ে গেছ চলে,দূর অপার??
দেখ আজ তবে আমি কেমন নিষ্প্রাণ,
পড়াশোনা সত্যি মোর প্রাণ।
ফিরে এসো তবে,
দেখ লক্ষ্মী মেয়ে আমি তোমার।

Leave a Reply