নিজেকে

নূহ-উল-আলম লেনিন

অনেক তো করলে, দেখলে অনেক কিছু
কিছু বুঝলে কিছু বুঝলে না
কিছু দেখলে কিছু দেখলে না
দেখেও বুঝলে না, বুঝেও বললে না
আর বলবেই বা কী
ভুবনডাঙার এই তো নিয়ম।
তোমার কোনো দৃষ্টিসীমা ছিল না
তোমার মনের কোনো সীমান্ত ছিল না
তোমার পথের কোনো শেষ ছিল না
তাই দৃষ্টিসীমার বাইরে কী ছিল তোমার দেখা হলো না
পথের শেষে কী ছিল জানা হলো না
তোমার ভাবনারও কোনো ইতি হলো না।
তুমি শুধু শরীর খুঁড়ে দেখলে প্রেমের নহর
উরুসন্ধির গভীরতা এবং নারীদেহ
শস্যক্ষেত্র কি না!
লক্ষ বছর কেটে গেলো নিজেকেই তুমি বুঝলে না
বুঝলে না সত্যের কী রূপ।

[ad#co-1]

Leave a Reply