অবজ্ঞার কারণেই দুর্ঘটনা ঘটেছে

নূরুল কবীর
নতুন আন্তর্জাতিক বিমানবন্দর স্থাপন নিয়ে গতকাল মুন্সীগঞ্জের আড়িয়ল বিলে জনতা-পুলিশের মধ্যে যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে তা অত্যন্ত দুঃখজনক ও বেদনাদায়ক। আমি মনে করি বাংলাদেশে আরও একটি আন্তর্জাতিক বিমানবন্দর স্থাপন করা প্রয়োজন। কারণ হযরত শাহজালাল (রহঃ) বিমানবন্দর স্থাপনের সময় পরিকল্পনায় দু’টি রানওয়ে ব্যবহারের কথা ছিল। কিন্তু বিমানবন্দর এলাকায় অপরিকল্পিত ভবন ও স্থাপনা নির্মাণের কারণে এখন দু’টি রানওয়ে একসঙ্গে ব্যবহার করা যায় না। এই রানওয়ে অকেজো করার পেছনে অতীতের সকল সরকার দায়ী। কারণ তারা এক্ষেত্রে আইনকানুন ও একাধিক রানওয়ের প্রয়োজনকে উপেক্ষা করেছে। এখন নতুন বিমানবন্দর স্থাপন ছাড়া আর কোন পথ নেই। এর সঙ্গে আমাদের নিরাপত্তা এবং উন্নয়ন দু’টিই জড়িত। এছাড়া আন্তর্জাতিক যোগাযোগ বাড়ানোর জন্য নতুন বিমানবন্দরের দরকার। কিন্তু প্রশ্ন হলো এটি কোথায় হবে? একটি বিমানবন্দর স্থাপনে যেসব চিন্তা-ভাবনা, জরিপ, পরীক্ষা-নিরীক্ষা ও সমীক্ষার দরকার ছিল তার প্রায় সবক’টি ছাড়াই সরকার আড়িয়ল বিলে বিমানবন্দরের স্থান নির্ধারণ করা হয়েছে। এখানে বিমানবন্দর করা হলে এখানে কি পরিমাণ কৃষি জমির ক্ষতি হবে তা বিবেচনা করে বিমানবন্দর স্থাপনের চিন্তা করা হয়নি। যে অঞ্চলে বিমানবন্দর স্থাপন করা হবে সে এলাকার সম্ভাব্য ক্ষতিগ্রস্তদের সঙ্গে পরিষ্কার আলোচনা না করে সরকারের এই ধরনের উদ্যোগ জনমতের প্রতি অবজ্ঞা ছাড়া আর কিছুই নয়। এই অবজ্ঞার কারণেই গতকালের দুর্ঘটনা ঘটেছে। উদভূত পরিস্থিতিতে আমি মনে করি সরকারের উচিত অহংবোধ বাদ দিয়ে জনমতের প্রতি শ্রদ্ধা রেখে আলাপ- আলোচনার মাধ্যমে প্রকল্প বাস্তবায়নের চিন্তা করা। সকল প্রকার ভূমি জরিপ, সামাজিক, অর্থনৈতিক ও পরিবেশগত সমীক্ষা শেষ করে যেখানেই বিমানবন্দর স্থাপন করা হোক না কেন সেখানকার তৃণমূলের জনপ্রতিনিধিদের সঙ্গে কার্যকর আলোচনা করে প্রকল্প বাস্তবায়নে অগ্রসর হওয়া।

[ad#bottom]

Leave a Reply