আড়িয়ল বিলের অর্ধশতাধিক ব্যারিকেড তুলে সচল করা হলো রাস্তা

আড়িয়ল বিলের ঘটনায় গ্রেপ্তারকৃতদের মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে গতকাল সকাল সাড়ে ১১টায় লস্করপুর ও আলমপুরে শান্তিপূর্ণ মিছিল করেছে গ্রামবাসী। আবদুল জলি মাস্টারসহ এঘটনায় গ্রেপ্তারকৃত সকলের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে এ মিছিলের নেতৃত্বে ছিলেন, আড়িয়ল বিল রক্ষা কমিটির যুগ্ম আহ্বায়ক নাসিরুল আলম পলাশ ও শাহ আলম দেওয়ান। এ সময় আরও বক্তব্য রাখেন দিন ইসলাম, আবদুস সালাম, বাদল মাঝি, তাহের আলী তালুকদার, মনসুর ব্যাপারি, মতিজুল মিয়া, মজনু মোড়ল, আবদুল খালেক আড়কদার, মফজল হোসেন ও মোজাম্মেল। বর্তমানে ওই এলাকায় এখনও থমথমে অবস্থা বিরাজ করছে। যানবাহন ও মানুষের চলাচল খুবই কম । গ্রামগুলোর পরিস্থিতি ও মানুষের জীবনযাত্রা আস্তে আস্তে স্বাভাবিক হয়ে আসছে।

মুন্সীগঞ্জের আড়িয়ল বিলের পাশ দিয়ে বয়ে যাওয়া হাসাড়া-বাড়ৈখালী-নবাবগঞ্জ সড়কের ১৫ কিলোমিটার রাস্তা থেকে অর্ধশতাধিক ব্যারিকেড তুলে নেয়া হয়েছে। খুলে ফেলা বেইলি ব্রিজের স্লাব পুনঃস্থাপন করা হয়েছে। গতকাল দুপুরে শেষ হয়েছে এই ব্যারিকেড সরিয়ে নেয়ার কাজ। ৭দিন বন্ধ থাকার পর সচল হলো এই সড়কটি। পুলিশ প্রটোকল ছাড়া জেলা প্রশাসক আজিজুল আলম আড়িয়ল বিলের ৩টি গ্রাম পরিদর্শন শেষে গ্রামবাসীকে আশ্বস্ত করলে তুলে নেয়া হয় এই ব্যারিকেড। ঘটনার দিন রাতে পুলিশি অভিযানে লস্করপুর ও আলমপুরের বিভিন্ন বাড়িঘরে ভাঙচুর ও গ্রেপ্তার অভিযান চালায় র‌্যাব ও পুলিশ। পরে আতঙ্কিত লোকজন গ্রামে পুলিশ প্রবেশ ঠেকাতে সড়কটিতে ব্রিজের স্লাব খুলে ও কমপক্ষে অর্ধশতাধিক পয়েন্টে গাছের গুঁড়ি ফেলাসহ বিভিন্নভাবে ব্যারিকেড সৃষ্টি করে রেখেছিল গ্রামবাসী।

[ad#bottom]

Leave a Reply