মুন্সীগঞ্জে কালবৈশাখির ছোবল

কাজী দীপু মুন্সীগঞ্জ থেকে জানান, কালবৈশাখি ঝড়ে মাওয়া-কাওড়াকান্দি নৌরুটে সোমবার রাতে ৪ ঘণ্টা ফেরিসহ সকল নৌযান চলাচল বন্ধ ছিল। ঝড়ের কবলে পড়ে পদ্মা নদীর মধ্যবর্তী স্থানে ৩টি ফেরি আটকা পড়ে। এতে ফেরিঘাটে ৫ শতাধিক যান আটকা পড়ে। গতকাল মঙ্গলবার দুপুরে পরিস্থিতি স্বাভাবিক হয়ে ওঠে। সোমবার রাত ৮টা থেকে রাত ১২ টা পর্যন্ত ৪ ঘণ্টাব্যাপী ঝড়ে লৌহজং উপজেলার অর্ধশতাধিক কাচা ঘর ও শতাধিক গাছপালা ভেঙ্গে পড়ে। এছাড়া ৪ টি স্থানে গাছের ডাল পড়ে বিদ্যুতের খুটি ক্ষতিগ্রস্ত হওয়ায় ১৪ ঘণ্টা বিদ্যুতহীন ছিল লৌহজং উপজেলার বিভিন্ন গ্রাম। মঙ্গলবার বেলা ১২টার দিকে বিদ্যুত সংযোগ পায় উপজেলা বাসী।

Leave a Reply