গজারিয়ার মেঠো সরু পথে নারী ভোটারদের সারি সারি মিছিল

হোসাইন জাকির,গজারিয়া থেকে ফিরে: ‘আমাগো ইউনিয়নের ভোট, ভোট দিবার আমু না! আগামীবার যে দিতে পারমু হে গ্যারান্টি আছে! মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ইমামপুর ইউনিয়নের চর সাহেবানী প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে দাঁড়িয়ে কথাগুলো বলছিলেন জয়তুন বিবি। ঘড়িতে সময় ১১টা। কাঠফাটা রোদ। এ রোদ মাথায় নিয়ে দুই ঘণ্টা ঠায় দাঁড়িয়ে ভোট দেয়ার অপেক্ষায় ছিলেন বিরাশি বছর বয়সী এ বৃদ্ধা। শুধু জয়তুন নন। পুরো উপজেলায় ঘুরে দেখা গেছে নারী ভোটারের ব্যাপক উপস্থিতি। গ্রামের মেঠো সরু পথে বোরকা পরা নারীদের সারি সারি মিছিল দেখে মনে হবে তারা যেন বিশেষ কিছু পাওয়ার আশায় হন্যে হয়ে ছুটছে। চর সাহেবানী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং অফিসার ডলি রানী নাগ বললেন, মহিলা ভোটারদের উপস্থিতি অনেক বেশি। বেলা ১১টা পর্যন্ত এ ভোট কেন্দ্রের ১৬শ’ ভোটের মধ্যে প্রায় ৫০ শতাংশ ভোট গ্রহণ সম্পন্ন হয়। জলদস্যুকবলিত গজারিয়া উপজেলা। এ উপজেলার ইউপি নির্বাচনে সহিংসতা হয় সবচেয়ে বেশি। এ কারণে গজারিয়ার ৮টি ইউপির প্রতি নির্বাচন কমিশনের নজরদারি ছিল সারাক্ষণ। ভোট গ্রহণের উৎসবমুখর পরিবেশ থাকলেও সবার মধ্যে আছে আতংক। ফলাফল ঘোষণার পর আইন-শৃংখলা বাহিনী যাতে সজাগ থাকে এ অনুরোধ এলাকার সব ভোটারের। ভোটার আবুল কালাম জানালেন, গত ইউপি নির্বাচনে গজারিয়ায় ৩টি লাশ পড়েছিল। এবার লাশ না পরলেই হয়।

ইসির গজারিয়ার দায়িত্বপ্রাপ্ত উপসচিব আবুল কাশেম বললেন, নিরাপদে ভোট গণনা সম্পন্ন করা, ফলাফল উপজেলা কোয়ার্টারে আনা, নির্বাচনোত্তর পরিস্থিতি শান্ত রাখা এসব বিষয়কে সর্বাধিক গুরুত্ব দেয়া হচ্ছে। মুন্সীগঞ্জের ডিসি এসপিকে এ নির্দেশনা দেয়া হয়েছে।

দুপুর ১২টার দিকে ইমামপুর ইউপির ৯টি ভোট কেন্দ্রে ৬০-৭০ শতাংশ ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। এ সময়ে অধিকাংশ কেন্দ্র ছিল পুরুষ ভোটারশূন্য। তবে প্রতিটি বুথে তখনও ছিল নারী ভোটারদের সরব উপস্থিতি। ইমামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সকাল সাড়ে দশটায় ১ হাজার ২৭৬ ভোটের মধ্যে ৫শ’ ভোট গ্রহণ হয়েছে । এ কেন্দ্রের সহকারী প্রিসাইডিং অফিসার মোস্তফা সিকদার জানালেন, ভোগান্তি বলতে একটাই, মহিলা ভোটাররা ভোটদানে সময় নিচ্ছে বেশি। এতে বুথে মহিলাদের দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। বিশেষ করে অসুস্থ বৃদ্ধা ভোটারদের কষ্ট বাড়ছে এতে। ইমামপুর ইউপিতে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে জিন্নাহ-জিতু দু’ভাইয়ের মধ্যে। হোগলাকান্দি উত্তরপাড়া প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের সামনে দেখা হল সদ্য ভোট দিয়ে আসা জয়নাল আবেদীনের সঙ্গে। কাকে ভোট দিলেন, হঠাৎ এ প্রশ্নে ভ্যাপাচ্যাকা খেয়ে জয়নাল জানালেন, ‘যে আমাগো মাদ্রাসায় ৫ লাখ টাকা দিছে ভোট দিচ্ছি হেরে।’ খোঁজ নিয়ে জানা গেল, চেয়ারম্যান প্রার্থী জিন্নাহ নির্বাচনের কয়েকদিন আগে হোগলাকান্দি মাদ্রাসায় ৫ লাখ টাকা দিয়েছেন। অথচ একজন চেয়ারম্যান প্রার্থীর সর্বোচ্চ নির্বাচনী ব্যয় আইনে নির্ধারণ করা আছে ৫ লাখ টাকা। হোগলাকান্দি কেন্দ্রে ভোট আছে ১ হাজার ৬৬৩টি। সকাল সাড়ে ১১টা পর্যন্ত এ পর্যন্ত ৪৭৭ ভোট গ্রহণ হয়েছে। কালিপুর প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রটি একেবারে প্রত্যন্ত এলাকায়। প্রায় ৩ কিলোমিটার হেঁটে পৌঁছতে হয় নদী পাড়ের এ কেন্দ্রে। রাস্তার অবস্থা এমন খালি পায়ে হাঁটাই মুশকিল। ভরদুপুরেও এ কেন্দ্রে মহিলা ভোটারদের প্রচণ্ড ভিড়। এলাকার কিছু লোক প্রভাব খাটিয়ে ভুয়া ভোট দিচ্ছে এ খবর চাউর হতেই জিতু-জিন্নাহ দু’প্রতিদ্বন্দ্বী প্রার্থী চলে আসলেন এ কেন্দ্রে। এসে দেখে ঘটনার সত্যতা নেই। এ কেন্দ্রে গোলমাল হতে পারে এ আশংকায় ততক্ষণে চলে এসেছে র‌্যাবও। গজারিয়ার ইউএনও আসাদুজ্জামান বললেন, যে পরিবেশে ভোট হচ্ছে ভোটের পর এ পরিবেশ বহাল থাকলেই ভালো। কেউ যাতে কোন সহিংস ঘটনা ঘটানোর সুযোগ না পায় সে জন্য আইন-শৃংখলা বাহিনী সজাগ আছে।

Leave a Reply