বয়াতীর চিকিৎসার্থে তথ্যমন্ত্রীর এক লাখ টাকা প্রদান

দেশবরেণ্য লোকসংগীত শিল্পী আবদুর রহমান বয়াতীর চিকিৎসার্থে এক লাখ টাকা দিয়েছেন তথ্য ও সংস্কৃতিমন্ত্রী আবুল কালাম আজাদ। ২৪শে জুলাই বিকালে জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালে চিকিৎসাধীন বয়াতীর হাতে এক লাখ টাকার চেক তুলে দেন তথ্যমন্ত্রী। এরপর বেশ কিছু সময় বয়াতীর পাশে থেকে তার খোঁজ-খবর নেন তিনি। এ সময় আরও উপস্থিত ছিলেন শিল্পকলা একাডেমীর পরিচালক লিয়াকত আলী লাকি। তথ্যমন্ত্রী বয়াতীর পরিবারকে সান্ত্বনা দেন। সরকারের তরফ থেকে এভাবেই শিল্পীদের সহযোগিতা অব্যাহত রাখার কথাও উল্লেখ করেন মন্ত্রী। আবদুর রহমান বয়াতীর ছেলে আলম মানবজমিনকে জানান, রোববার বিকালে তথ্যমন্ত্রী এসে বাবার হাতে এক লাখ টাকার চেক তুলে দেন। মানবজমিনে বাবার অসুস্থতার বেশ ক’টি সংবাদ দেখেই তিনি এসেছেন বলে জানান। বাবার সহযোগিতায় এগিয়ে আসার জন্য তথ্যমন্ত্রীর প্রতি আমরা আজীবন কৃতজ্ঞ থাকবো। পাশাপাশি মানবজমিন-এর প্রতিও জানাই অনেক কৃতজ্ঞতা। সবাই বাবার জন্য দোয়া করবেন যেন তিনি সুস্থ হয়ে উঠতে পারেন। উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই নিউরোলজি, শ্বাসকষ্টসহ বিভিন্ন সমস্যা নিয়ে জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালে রয়েছেন বয়াতী। এখন তিনি কিছুটা সুস্থ বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ।

মানবজমিন

Leave a Reply