গজারিয়ায় বিদেশি মদ ইয়াবা ও গাঁজা উদ্ধার

মুন্সীগঞ্জের গজারিয়ায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন ও পুলিশের পৃথক অভিযানে বিপুলসংখ্যক বিদেশি তৈরি মদ, ইয়াবা ও গাঁজা উদ্ধার করা হয়েছে। এ সময় র‌্যাব-পুলিশ ৫ মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার রাত ৯টা থেকে ১০টা পর্যন্ত গজারিয়া উপজেলার ভবেরচর বাস স্ট্যান্ড এলাকার সমবায় মার্কেট ও চর বাউশিয়া এলাকায় যাত্রীবোঝাই বাসে তল্লাশি চালায় থানা পুলিশ ও র‌্যাব-১১’র সদস্যরা। ওই অভিযানে ৪৮০ বোতল বিদেশি মদ, ২২০ পিস ইয়াবা ও এক কেজি গাঁজা উদ্ধার করা হয়। র‌্যাব ও পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত ৯টার দিকে গজারিয়া উপজেলার ভবেরচর বাস স্ট্যান্ড এলাকায় বাউশিয়া বহুমুখী সমবায় সমিতি মার্কেটের একটি কসমেটিক দোকানে র‌্যাব সদস্যরা অভিযান চালায়। এ সময় ৪৮০ বোতল মদসহ দোকানের মালিক মোয়াজ্জেম হোসেন (৩৫) ও তার সহযোগী মনির হোসেনকে (৩৪) গ্রেফতার করা হয়। এরপর র‌্যাব ভবেরচর বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিভিন্ন যাত্রীবাহী বাসে তল্লাশি চালায়। এ সময় ঢাকাগামী একটি যাত্রীবোঝাই বাসে তল্লাশি চালিয়ে ২২০ পিস ইয়াবা উদ্ধার ও আসলাম মিয়া (৩২) এবং মো. টুটুল (২৮) নামের ২ মাদক বিক্রেতাকে গ্রেফতার করা হয়। একই রাত ১০টার দিকে গজারিয়া থানা পুলিশ চর বাউশিয়া এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে ১ কেজি গাঁজা উদ্ধার করে। এ ঘটনায় সেখানকার গাঁজা পাঁচারকারী খলিল আহমেদকে (৪৫) পুলিশ গ্রেফতার করে।

ডেসটিনি

Leave a Reply