হিজবুত তওহীদের সদস্য সন্দেহে ২ যুবককে কান ধরে উঠবস ও জুতা পেটা!

ধর্মীয় বই-লিফলেট-সিডিতে অগ্নিসংযোগ
মোজাম্মেল হোসেন সজল, মুন্সীগঞ্জ: ধর্মীয় বই, লিফলেট, সিডি বিতরণের মধ্য দিয়ে ইসলাম ধর্মের অপ-ব্যাখ্যা প্রদানের কারনে নিষিদ্ধ সংগঠন হিজবুত তাওহীদের সদস্য সন্দেহে মুন্সীগঞ্জের শ্রীনগরে শুক্রবার বিকেলে ২ যুবককে জুতা পেটা ও কান ধরে উঠবস করার শাস্তি দিয়েছে বিক্ষুব্ধ জনতা। এ সময় জনতা যুবকদের কাছ থেকে ধর্মীয় বই, লিফলেট ও সিডিতে অগ্নিসংযোগ করেছে। পরে সবার সামনে নাকে খদ দিয়ে ওই ২ যুবককে ছেড়ে দিয়েছে জনতা। তবে, সন্দেহভাজন হিজবুত তাওহীদের ওই ২ সদস্যের পরিচয় জানাতে পারেনি জনতা।

ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার বিকেল ৪ টার দিকে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার বাড়ৈগাঁও বাজারে দাঁড়িওয়ালা ২ যুবক আসে। এরা বাজারের ভেতর স্থানীয় লোকজনের মধ্যে ধর্মীয় বই, লিফলেট ও সিডি বিলি করছিল। বিলিকৃত লিফলেট ও ধর্মীয় বইয়ের লেখা পড়ে এলাকাবাসী দেখতে পান-তাতে ইসলাম ধর্মের অপ-ব্যাখা দেয়া হয়েছে। এতে বাজারের লোকজন যুবকদের বিরুদ্ধে উত্তেজিত হয়ে উঠে। পরে জনতা হিজবুত তাওহীদের সদস্য সন্দেহ করে যুবকদের আটক করে। এ সময় ইসলামের অপ-ব্যাখ্যা প্রদান করায় ২০-২২টি ধর্মীয় বই ও সিডি এবং অর্ধশতাধিক লিফলেটে অগ্নিসংযোগ করে তা পুড়িয়ে ফেলা হয়। এরপর যুবকদের প্রত্যেককে ৫টি করে জুতা পেটা ও কান ধরে ৫০ বার উঠবস করে শাস্তি দেয় স্থানীয় জনতা। এ ব্যাপারে শ্রীনগর থানা পুলিশ জানায়, পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই যুবকরা ঘটনাস্থলে সবার সামনে নাকে খদ দিলে জনতা যুবকদের ছেড়ে দেয়। এই সুযোগে যুবকরা বাড়ৈগাঁও বাজার ছেড়ে পালিয়ে যায়। স্থানীয়রা যুবকদের কান ধরে উঠবস ও জুতা পেটা করে শাস্তি প্রদান করেছে।

বাংলা ২৪ বিডি নিউজ

Leave a Reply