শিক্ষকদের অনশন ভাঙালেন স্থানীয় এমপি এম ইদ্রিস আলী

মোজাম্মেল হোসেন সজল: চাকুরি জাতীয়করণসহ ১৭ দফা দাবি আদায়ের লক্ষ্যে মুন্সীগঞ্জের বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকর-কর্মচারিরা অনশন কর্মসূচি পালন করেছেন। তারা শহরের জেলা শিল্পকলা একাডেমি সংলগ্ন কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে বুধবার সকাল ১০ টা থেকে দুপুর দেড়টার টা পর্যন্ত এ অনশন পালন করেন। মুন্সীগঞ্জ সদর-৩ আসনের সংসদ সদস্য ও প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এম ইদ্রিস আলী অনশন স্থলে এসে শিক্ষকদের অনুরোধ করলে শিক্ষকরা অনশন ভাঙেন।

এ সময় সংসদ সদস্য এম ইদ্রিস আলী শ্ক্ষিকদের আশ্বস্থ করে বলেন, আমি আপনাদের হয়ে সংসদে কথা বলবো। আপনাদের দাবি উত্থাপন করে আপনাদের মর্যাদা রক্ষার্থে কাজ করবো। এ সময় উপস্থিত ছিলেন, মুন্সীগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আনিসুজ্জামান। অনশন চলাকালে জেলা শিক্ষক সমিতির সভাপতি ফজলুল করিমের সভাপতিত্বে বক্তৃতা করেন, সাধারণ সম্পাদক আলাউদ্দিন দেওয়ান, মুন্সীগঞ্জ সদর উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. রিয়াজুল হক রিয়াজ, গজারিয়ার সাধারণ সম্পাদক সৈয়দ আহম্মদ, টঙ্গিবাড়ির সাধারণ সম্পাদক আবদুল হাই, শ্রীনগরের সাধারণ সম্পাদক আবদুর রহিম, লৌহজংয়ের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, সিরাজদিখানের সাধারণ সম্পাদক বিশ্বজিত ঘোষ প্রমুখ।

বাংলা ২৪ বিডি নিউজ

Leave a Reply