ছাত্রলীগ নেতার বিরুদ্ধে চাঁদা ও ফাইল গায়েব করার সত্যতা মিলেনি

আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপ-পরিচালক পিছু হটলেন
মোজাম্মেল হোসেন সজল, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসের সমালোচিত উপ-পরিচালক অবশেষে পিছু হটলেন। হজ্ব যাত্রীর পাসপোর্টের ফরম জমা দেওয়াকে কেন্দ্র করে সোমবার মুন্সীগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে ভাংচুর ও ফাইল তছনছের ঘটনায় মিথ্যা তথ্য দিয়ে সাংবাদিকদের বিভ্রান্ত করেন। উপ-পরিচালক মো. খোরশেদ আলম সোমবার সাংবাদিকদের জানায়, জেলা ছাত্রলীগ সভাপতি আসাদুজ্জামান সুমন তার কাছে এক লাখ টাকা চাঁদা চেয়েছিল। তা দিতে অপরাগত প্রকাশ করায় মুন্সীগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে একই দিন বেলা সাড়ে ১১ টার দিকে হামলা চালিয়ে ভাংচুর-ফাইল তছনছ ও ফাইল গায়েব করা হয়। এ ঘটনায় সোমবার রাত ৯ টার দিকে উপ-পরিচালক মো. খোরশেদ আলম বাদী হয়ে জেলা ছাত্রলীগ সভাপতি আসাদুজ্জামান সুমনকে প্রধান আসামি করে অজ্ঞাত ৮-৯ জনের নামে মুন্সীগঞ্জ সদর থানায় অভিযোগ দাখিল করেন । তবে তার দায়ের করা অভিযোগে চাঁদা দাবি ও ফাইল গায়েব করার বিষয়টি উল্লেখ করা হয়নি । তিনি মিথ্যার আশ্রয় নিয়ে চাঁদা দাবি ও ফাইল গায়েব করার অভিযোগ তুলে সাংবাদিকদের বিভ্রান্ত করেন । অভিযোগে তিনি উল্লেখ করেছেন, জেলা ছাত্রলীগ সভাপতি সুমন তার দলবল নিয়ে পাসপোর্ট অফিসে অনধিকার প্রবেশ করে ভাংচুর,ফাইল তছনছ ও হুমকি প্রদর্শন করে । এই রিপোর্ট লেখা পর্যন্ত আজ মঙ্গলবার দুপুর ২ টা পর্যন্ত তার দায়ের করা অভিযোগটি থানায় মামলা হিসাবে রেকর্ডভুক্ত হয়নি । আজ মঙ্গলবার দুপুর ১২ টার দিকে জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো. জামাল হোসেনের মধ্যস্থতায় আঞ্চলিক পাসপোর্ট অফিসে বসে বিষয়টির সুরাহা হয়েছে বলে জেলা ছাত্রলীগ সভাপতি আসাদুজ্জামান সুমন জানিয়েছেন । এ ব্যাপারে মুন্সীগঞ্জ সদর থানার সেকেন্ড অফিসার এসআই সুলতান আহমেদ জানান, মামলা এখনো এন্ট্রি হয়নি । তাদের দুপক্ষের মধ্যে সমঝোতা হয়েছে কি না তার জানা নেই বলে তিনি জানান ।

জানা গেছে, মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ভবেরচর ইউনিয়নের আলীপুরা গ্রামের শিক্ষক আব্দুল হক (৬৫) হজে যাওয়ার উদ্দেশ্যে সোমবার সকাল ৮টার দিকে শহরের পাঁচঘড়িয়াকান্দিস্থ আঞ্চলিক পাসপোর্ট অফিসে পাসপোর্টের ফরম জমা দেওয়ার জন্য আসেন । দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকার পরও তার ফরম জমা নেওয়া হচ্ছিল না । কোন রকম লাইনে না দাঁড়িয়েই পরে আসা লোকজন দালালের মাধ্যমে দ্রুত ফরম জমা নেওয়া হচ্ছিল । এই অবস্থা দেখে বৃদ্ধ আব্দুল হক তার ভাগিনা মুন্সীগঞ্জ সরকারি হরগঙ্গা কলেজের ছাত্র সেলিমকে খবর দেয় । বেলা সাড়ে ১১ টার দিকে জেলা ছাত্রলীগের সভাপতি মো. আশাদুজ্জামান সুমনকে নিয়ে সেলিম পাসপোর্ট অফিসে প্রবেশ করেন । এ সময় বৃদ্ধ আব্দুল হকের পাসপোর্টের ফরমটি উপ-পরিচালক মো. খোরশেদ আলমের কাছে নিয়ে জমা দিলে ছাত্রলীগের সভাপতি আশাদুজ্জামান সুমনের উপর ফরমটি ছুঁড়ে মেরে উপ-পরিচালক তাকে লাইনে গিয়ে দাঁড়াতে বলেন । এ নিয়ে পাসপোর্ট কর্মকর্তা ও ছাত্রলীগ নেতাদের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময়ের এক পর্যায়ে টেবিলের গ্লাস ভাংচুর ও ফাইল তছনছ করা হয় । ওদিকে, এই ঘটনার পর সোমবার দুপুর ১২ টার দিকে জেলার বিভিন্ন উপজেলা থেকে পাসপোর্ট করতে আসা লোকজন বিক্ষুব্ধ হয়ে আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপ-পরিচালক মো. খোরশেদ আলমের ঘুষ-দুর্নীতির প্রতিবাদে বিক্ষোভ প্রদর্শন করে । এ ঘটনার পর সোমবার মুন্সীগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসের কার্যক্রম বন্ধ থাকে।

বাংলা ২৪ বিডি নিউজ

Leave a Reply