লিয়াকত আলী লাকীকে আজীবন সম্মাননা

সাংস্কৃতিক অঙ্গনে অসামান্য অবদানের জন্য মুন্সীগঞ্জে বাংলাদেশ শিল্পকলা একাডেমীর মহাপরিচালক ও গ্রুপ ফিয়েটার ফেডারেশনের সভাপতি লিয়াকত আলী লাকীকে আজীবন সম্মাননা প্রদান করা হয়। মুন্সীগঞ্জ জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে এক ব্যতিক্রমী অনুষ্ঠানে থিয়েটার সার্কেল এই সম্মাননা প্রদান করে।

রবিবার রাতে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সরকারী হরগঙ্গা কলেজের অধ্যক্ষ সুখেন চন্দ্র ব্যানার্জী। সংগঠনটির সভাপতি জাহাঙ্গীর ঢালীর সভাপতিত্বে এতে আরও অংশ নেন সাবেক পৌরমেয়র এ্যাডভোকেট মুজিবুর রহমান, জেলা শিল্পকলা একাডেমীর সদস্য সচিব ও প্রেসক্লাব সভাপতি মীর নাসিরউদ্দিন উজ্জ্বল, সাধারণ সম্পাদক তানভার হাসান, রেডক্রিসেন্টের সাধারণ সম্পাদক শাহজাহান গাজী, মোয়াজ্জেম হোসেন, শাহিন, আমানুল্লাহ, গিয়াসউদ্দিন, দেলোয়ার হোসেন, জেবুন্নাহার, জয়া দাস শিখা, জিতু চন্দ্র রায় প্রমুখ। পরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ‘রাক্ষুসী’ নাটক মঞ্চস্থ হয়। মমতাজউদ্দিন আহম্মেদের নট্যরূপে নির্দেশনা দেন নাট্যকার জাহাঙ্গীর ঢালী।

জনকন্ঠ

Leave a Reply