সিরাজদিখানে ৩ দিনব্যাপী ইজতেমা শুরু

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার ইছাপুরা ইউনিয়নের পশ্চিম শিয়ালদির মোস্তফাগঞ্জ মাদরাসা মাঠে বৃহস্পতিবার সকাল থেকে ৩ দিনব্যাপী তাবলীগ জামায়াতের জেলা ইজতেমা শুরু হয়েছে। আগামী ১৭ নভেম্বর (শনিবার) জোহর নামাজ শেষে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে এ ইজতেমা শেষ হবে বলে জানা গেছে।

এদিকে এ ইজতেমায় অংশ নিতে ইজতেমাস্থলে শত শত মুসুল্লীরা জমায়েত হয়েছেন। বৃহস্পতিবার দুপুর পর্যন্ত মুসুল্লীরা ইজতেমাস্থলে যোগদান অব্যাহত রেখেছেন।

মুন্সীগঞ্জ জেলা তাবলীগ জামায়াতের সাথী মো. আবু সায়ের মিথুন বাংলানিউজকে জানান, বৃহস্পতিবার সকাল থেকে শুরু হওয়া ৩ দিনব্যাপী জেলা ইজতেমায় মুন্সীগঞ্জ জেলার তাবলীগ জামায়াতের ৭ সুরার সদস্য এর সার্বিক তত্বাবধানে রয়েছেন।

এদিকে আয়োজক সূত্রে জানা গেছে, তাবলীগ জামায়াতের কেন্দ্রস্থল ঢাকার কাকরাইলের মুরুব্বিদের মধ্যে থেকে একজন আখেরি মোনাজাত করবেন।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম

Leave a Reply