১৬ গাঁজা গাছসহ সাবেক মেম্বারের স্ত্রী গ্রেফতার

মুন্সিগঞ্জের সিরাজদিখানে মোশারফ হোসেন সেন্টু নামে সাবেক এক ইউপি সদস্যের বাড়ির পাশ থেকে ১৬টি গাঁজা গাছ জব্দ করেছে পুলিশ। এ সময় তার স্ত্রীসহ দুজনকে গ্রেফতার করা হয়।

শুক্রবার (১৬ জুন) বিকেলে উপজেলার লতব্দী ইউনিয়নের কংশপুরা এলাকায় অভিযান চালিয়ে গাঁজা গাছসহ তাদের আটক করা হয়।

গ্রেফতাররা হলেন- সাবেক ইউপি সদস্য মোশারফ হোসেন সেন্টুর স্ত্রী জোৎসনা বেগম (৪২) ও মাদকসেবী নবীন (৩২)।

এ বিষয়ে সহকারী পুলিশ সুপার ( সিরাজদিখান সার্কেল) মুস্তাফিজুর রহমান রিফাত বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে কংশপুরা এলাকায় অভিযান চালাই। সেখানে স্থানীয় সাবেক ইউপি সদস্য মোশারফ হোসেন সেন্টুর বাড়ির ধইঞ্চা ক্ষেত থেকে রোপণ করা ১৬টি গাঁজা গাছ জব্দ করা হয়। গাছ গুলোর উচ্চতা সাড়ে ৩ থেকে ৫ফিটের মতো। এসময় সেন্টুর বাড়ি থেকে দুই পুড়িয়া গাঁজা ও সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলে একটি ঘর বানানো ছিল। সেখানেই গাঁজা সেবন করার চিহ্ন পাওয়া গেছে।

তিনি আরও বলেন, যেহেতু সেতুর বাড়ির পাশে জমি থেকে এসব গাঁজা গাছ উদ্ধার করা হয়েছে তাই ধারণা করা হচ্ছে সাবেক ইউপি সেন্টু এর সঙ্গে জড়িত। ঘটনাস্থল থেকে দুজনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে রাতে মামলা করা হয়েছে।

আরাফাত রায়হান সাকিব/জেএস/এমএস

Leave a Reply