রাজাকারদের ফাঁসির দাবিতে প্রতীকী রক্ত নদী

rakta nadiমুন্সীগঞ্জ শহরে চিত্রশিল্পী, সাংবাদিক ও ছাত্র-ছাত্রীরা শহীদের এক নদী রক্তের ওপর পারফরমিং আর্ট প্রদর্শন করেছে। হরগঙ্গা কলেজের পাশে বধ্যভূমি থেকে শুরু করে, মুন্সীগঞ্জ প্রেসক্লাব, অঙ্কুরিত যুদ্ধ ’৭১ নামে মুক্তিযুদ্ধ ভাস্কর চত্বর হয়ে শহর প্রদক্ষিণ করে এ প্রতীকী রক্ত নদী।

বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে ব্যতিক্রমধর্মী এ কর্মসূচিকে স্বাগত জানিয়েছেন বিভিন্ন শ্রেণীর মানুষ।

এদিকে, একই দাবিতে বৃহস্পতিবার সকালে মুন্সীগঞ্জ সদরের প্রত্যন্ত গ্রাম বাঘাইকান্দি এলাকায় একটি কিন্ডারগার্টেন ও মাধ্যমিক বিদ্যালয়ের রাজাকারের ফাঁসির দাবিতে কাস বর্জন করেছে শিক্ষার্থীরা।


আলহাজ এম এ খালেক আদর্শ উচ্চ বিদ্যালয় ও লাভ অ্যান্ড টিচ কিন্ডার গার্টেন স্কুলের শিক্ষার্থীরা সকাল ১০টা থেকে কাস বর্জন ও পরে বিদ্যালয় প্রাঙ্গণে মানববন্ধন রচনা করেন।

অন্যদিকে, বিকেল ৪টার দিকে শ্রীনগরের আড়িয়ল বিলবাসী ও রক্ষা কমিটির নেতারা স্থানীয় বাড়ৈইখালী বাজার এলাকায় মানববন্ধন, গণস্বাক্ষর, গণসংগীত ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে।

rakta nadi

কাজী দিপু,জেলা সংবাদদাতা
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

Leave a Reply