গজারিয়ায় ৩০ কেজি গাজাঁসহ প্রাইভেটকার আটক

ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়ার আনারপুরা বাসস্ট্যান্ড এলাকা থেকে ৩০ কেজি গাজাঁ উদ্ধারসহ সাদা রঙের একটি প্রাইভেটকার আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে ধাওয়া দিয়ে এগুলো আটক করে গজারিয়া থানা পুলিশ। এ সময় গ্রেফতার এড়াতে প্রাইভেটকারে থাকা দুই ব্যক্তি পালিয়ে যায় বলে পুলিশ সূত্রে জানা গেছে।

গজারিয়া থানার সহকারি উপপরিদর্শক (এএসআই) মো. মজিবর রহমান বাংলানিউজকে জানান, কুমিল্লা থেকে একটি সাদা প্রাইভেটকারে ৩০ কেজি গাজাঁ ঢাকায় পাচারের গোপন খবর পেয়ে গজারিয়ার দড়ি বাউশিয়া এলাকায় অবস্থান নিয়ে প্রাইভেটকারটি সনাক্ত করে প্রতিরোধ করার চেষ্টা চালানো হয়। এ সময় প্রাইভেটকার না থামিয়ে দ্রুত চলে যাওয়ায় গাড়িটির পিছু ধাওয়া করলে গজারিয়ার আনারপুরা বাসস্ট্যান্ড এলাকায় মহাসড়কের মাঝেই গাড়ি ফেলে রেখে দুই ব্যক্তি পালিয়ে যায়।

এ সময় প্রাইভেটকারটিতে তল্লাশি চালিয়ে পৃথক পৃথক প্যাকেটে থাকা ৩০ কেজি গাজাঁ উদ্ধারসহ প্রাইভেটকারটি আটক করা হয়।

এ ঘটনায় থানায় মামলা রুজুর পক্রিয়া চলছে বলে তিনি জানান।

অন্যদিকে, পৃথক অভিযানে ১০ বোতল ফেনসিডিলসহ নারায়ণ (৪৮) নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে বলেও জানান এএসআই মজিবর রহমান।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম

Leave a Reply