২ ঘণ্টা পর ঢাকা-চট্রগ্রাম রুটে যান চলাচল শুরু

বুধবার বিকেলে কালবৈশাখী ঝড়ের প্রকোপে ও বাতাসের তীব্রতায় মহাসড়কের পাশে থাকা অর্ধ শতাধিক গাছপালা মহাসড়কে উপড়ে পড়ায় দুই ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকার পর আবার যান চলাচল শুরু হয়েছে। এছাড়া ঝড়ের কবলে বিদ্যুতের তিনটি খুঁটি পড়ে যাওয়ায় বালুয়াকান্দি এলাকার শত শত ঘরবাড়ি বিদ্যুত বিচ্ছিন্ন হয়ে পড়েছে বলে স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে।

স্থানীয় সূত্র জানায়, বুধবার বিকেল পাঁচটার দিকে প্রচণ্ড্র ঝাড়ো-হাওয়া শুরু হলে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বালুয়াকান্দি থেকে ভাটেরচর পর্যন্ত দীর্ঘ আট কিলোমিটার এলাকায় রাস্তার পাশে থাকা গাছপালা ভেঙে রাস্তার উপর পড়ে। এর ফলে মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।


গ্রামবাসী জানান, হরতালের কারণে যানবাহন চলাচল কম থাকায় মহাসড়ক দুই ঘণ্টা বন্ধ থাকলেও তেমন যানজটের সৃষ্টি হয়নি।

গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোসাম্মৎ কামরুননাহার বাংলানিউজকে জানান, দ্রুত ভেঙে পড়া গাছপাড়া সরিয়ে যানবাহন চলাচলের শুরু করা হয়েছে। উপজেলার আর কোথা কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা তার খবর নেওয়া হচ্ছে।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম

Leave a Reply