ধর্ষণের অভিযোগে এসআই রিমাণ্ডে, মামলা ডিবিতে

sirapesধর্ষণের অভিযোগে মুন্সীগঞ্জের সিরাজদিখান থানার দারোগা জাহিদুল ইসলাম (৪০)-কে ২ দিনের রিমাণ্ডে নেয়া হয়েছে। রবিবার দুপুরে মুন্সীগঞ্জ-১ আমলী আদালতের বিচারক মো. শফিকুল ইসলাম এ রিমা- মঞ্জুর করেন। এর আগে শুক্রবার ৭ দিনের রিমা- চেয়ে আদালতে প্রেরণ করা হয়েছে। রবিবার ধর্ষক দারোগা জাহিদের রিমা- শুনানি হয়। কোর্ট ইন্সপেক্টর মো. কুদ্দুসুর রহমান সিকদার এ তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে, এসআই জাহিদের বিরুদ্ধে ধর্ষণ মামলাটি রবিবার জেলা ডিবিতে হস্তান্তর করা হয়েছে। বিডির ওসি মো. শহীদুল ইসলাম জানান, শনিবার মামলাটি ডিবিতে হস্তান্তরের প্রক্রিয়া শুরু হয়। এ মামলাটির তদন্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে ডিবির এসআই মো. মাসুদকে। শনিবার দুপুরে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের আরএমও ডা. এহসানুল করিম ধর্ষিতার মেডিকেল পরীক্ষা করেন।


বিকেলে মুন্সীগঞ্জ-১ আমলী আদালতের বিচারক মো. শফিকুল ইসলাম ২২ ধারায় ধর্ষিতার জবানবন্দি রেকর্ড করেন। একই দিন বেলা ১১টার দিকে সিরাজদিখান থানার দারোগার ফাঁসির দাবিতে রাজদিয়া অভয় পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা সিরাজদিখান থানা ঘেরাও করেন। এ সময় তারা ধর্ষক এসআই জাহিদুল ইসলামের ফাঁসির দাবি জানিয়ে সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল বাসারের মাধ্যমে জেলা পুলিশ সুপার হাবিবুর রহমানের বরাবর লিখিত স্মারকলিপি প্রদান করে।


সিরাজদিখান থানার এসআই জাহিদুল ইসলাম থানা সংলগ্ন রশুনিয়া এলাকায় একটি চারতলা ভবনের তৃতীয় তলার ফ্লাটে পরিবার নিয়ে ভাড়া থাকতেন। ভবনের মালিক তথা বাড়িওয়ালা পরিবার-পরিজন নিয়ে চতুর্থ তলার ফ্ল্যাটে থাকতেন। গত ৮ই জুন রাতে বাড়িওয়ালা তার ছোট এক মেয়ে ও এক ছেলেকে নিয়ে সস্ত্রীক ঢাকায় যান। এই সুযোগে ওই রাতে বাড়ি ওয়ালার মেয়েকে ধর্ষণ করে ওই দারোগা।

জাস্ট নিউজ

Leave a Reply