লৌহজংয়ে যুবলীগ নেতার বাড়ি নির্মাণ নিয়ে সংঘর্ষে আহত ১০

মুন্সীগঞ্জের লৌহজং বিরোধপূর্ণ সম্পত্তিতে যুবলীগ নেতার বাড়ি নির্মাণকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়েছে। এতে উভয় গ্রুপের অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের লৌহজং উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার ভোরে লৌহজং উপজেলার সিংহের হাঁটি গ্রামে আপন খালাতো ভাই দু’দ্রুপের মধ্যে এ ঘটনা ঘটে। এদের মধ্যে লিপ্টু কনকসার ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ও প্রতিপক্ষের হিরা ইউনিয়ন যুবদলের সভাপতি।


পুলিশ জানায়, বিরোধপূর্ণ জমিতে যুবলীগ নেতা লিপ্টু বিল্ডিংয়ের কাজ শুরু করে। এতে প্রতিপক্ষের যুবদল নেতা হীরা ও ছাত্রদল নেতা মাহজারুল ইসলাম অমি বাঁধা দিলে দু’পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ বেঁধে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে পরিস্থিতি স্বাভাবিক হয়। এ ঘটনায় বুধবার বিকেলে দু’পক্ষই থানায় পাল্টা পাল্টি অভিযোগ দায়ের করেছে বলে লৌহজং থানার সেকেন্ড অফিসার মো. জুলহাসউদ্দিন জানিয়েছেন।

ঢাকা নিউজ এজেন্সি

Leave a Reply