মাওয়ায় বাস ও লঞ্চে আগুন-ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ৪

arrestমুন্সীগঞ্জের মাওয়া ঘাটে যাত্রীবাহী বাস ও লঞ্চ ভাঙচুর ও পোড়ানোর ঘটনায় লৌহজং থানায় পৃথক দুইটি মামলায় বিএনপির চার কর্মীকে গ্রেফতার করা হয়েছে। রোববার ভোরে নজরুল ইসলাম (৩২), ঝন্টু রাজ (৪৫), আসলাম রাজী (২৯) ও সাইফ আহমেদ (৩৮) নামে বিএনপির চার কর্মীকে গ্রেফতার করে পুলিশ।

শনিবার মধ্যরাতে পৃথকভাবে মামলা দুইটি রুজু করা হয়।


গ্রেট বিক্রমপুর পরিবহন বাসের মালিক মঞ্জুর আলম বাদী হয়ে বাস ও লঞ্চে আগুন দেওয়া ও ভাঙচুরের ঘটনায় পৃথক দুইটি মামলা দায়ের করেন। লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম বাংলানিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুই মামলায় ২১ জনের নাম উল্লেখসহ কয়েক শতাধিক অজ্ঞাত পরিচয় বিএনপি কর্মীকে আসামি করা হয়েছে।

উল্লেখ্য, শনিবার ভোরে মাওয়া চৌরাস্তায় গাঙচিল ও গ্রেট বিক্রমপুর নামের তিনটি বাসে আগুন দেয় অবরোধকারীরা। এছাড়া মাওয়া লঞ্চঘাটে গিয়ে একটি লঞ্চে আগুনের চেষ্টা ও দুইটি লঞ্চ ভাঙচুর করে তারা।

বাংলানিউজটোয়েন্টিফোর

Leave a Reply