সিরাজদিখানে মাদক বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত

sir drugসিরাজদিখানে বৃহস্পতিকার মাদক বিষয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি সংস্থা সাথীর আয়োজনে বিকাল ৫টায় সাথী সমাজকল্যান সংস্থার কার্যালয়ে সভায় মাদক মানুষকে ধংশ করে, মাদক সমাজ নস্ট করে। আর নয় মাদক সেবন আজ থেকে এটাই পণ বিষয়ক আলোচনা করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিস্ট ব্যবসায়ী, সমাজ সেবক আব্দুল হাকিম হাওলাদার। বিশেষ অতিথি ছিলেন ডাঃ দেবব্রত ঘোষ সমীর, বিশিস্ট ব্যবসায়ী, সমাজ সেবক মোঃ বাবুল শেখ, বিশিস্ট ব্যবসায়ী, সমাজ সেবক মোঃ জাবেদ ওমর বেলীম, এ্যাডভোকেট সমরেশ নাথ, সিরাজদিখান উপজেলা সমাজকর্মী‌ আব্দুল মান্নান ভূইয়া, সিরাজদিখান থানার এসঅই মোঃ ইলিয়াস, সাংবাদিক সুলতানা।
sir drug
সাথী সমাজকল্যান সংস্থার সভাপতি সুব্রত দাস রনকের সভাপতিত্বে ও মোঃ শরীফ প্রধানের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন- নাজনিন সুলতানা, মোঃ জসীম মুন্সী, সাংবাদিক জামাল হোসেন, সাংবাদিক শিবব্রত দাস শিবু, অজয় দেব কুমার দাস, সাংবাদিক, মোঃ মফিজুল মোড়ল, স্বাস্থ্যকর্মী ভারতী রানী মন্ডল, সিরাজদিখান মহিলা সমিতির সভাপতি তাছলিমা খাতুন, সাংবাদিক সঞ্জিত দাস, রিমা কনসালটেসন এন্ড ক্লিনিকের ডাইরেক্টর মোঃ রাসেল শেখ প্রমুখ।

বাংলাপোষ্ট

Leave a Reply