ঢাকা-মাওয়া ইলিশ সার্ভিস লঞ্চে অতিরিক্ত যাত্রী!

ilish serঢাকা-মাওয়া বাস ভাড়া সত্তর টাকা। অথচ ঈদ উপলক্ষে নতুন টিকিট ছাপিয়ে তা ১০০ টাকা করে নেওয়া হচ্ছে। প্রকাশ্যে এমনটি ঘটলেও কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেয়নি। এ ছাড়া একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের সামনে লঞ্চগুলো অতিরিক্ত যাত্রী বোঝাই করলেও আইনের প্রয়োগ

হয়নি।

গতকাল রবিবার সরেজমিন মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া ঘাট ঘুরে দেখা গেছে, সকাল থেকে ভিড় বাড়ছে। দুপুরের পর ঢাকা থেকে বাসের ছাদে করে যাত্রীরা আসছে। বাসের ভেতরেও ছিল উপচে পড়া ভিড়।

যাত্রীরা অভিযোগ করেন, ঢাকা-মাওয়ার নিয়মিত বাস বাড়া ৭০ টাকার বদলে ঈদ স্পেশাল টিকিট ছাপিয়ে তা ১০০ টাকা আদায় করা হচ্ছে।
ilish ser1
এ প্রসঙ্গে বাস মালিক কল্যাণ সমিতির সভাপতি আলী আকবর বলেন, ‘মাওয়ায় যাত্রী নামিয়ে দিয়ে বাসগুলোকে ঢাকায় ফিরতে হচ্ছে প্রায় ফাঁকা। তাই খরচ একটু পুষিয়ে নিতে ভাড়া সামান্য বৃদ্ধি করা হয়েছে।’

এ দিকে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ঘাটে ভিড় বাড়তে থাকে। লঞ্চগুলো অতিরিক্ত যাত্রী নিয়ে ঘাট ছেড়ে যায়। লৌহজং উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. খালেকুজ্জামান বলেন, ‘সকাল থেকে ঘাটে রয়েছি। চোখের সামনে দেখছি, লঞ্চগুলোতে অতিরিক্ত যাত্রী উঠছে। কিন্তু কোনো পদক্ষেপ নিতে পারছি না। কারণ পুলিশও যাত্রীদের থামিয়ে রাখতে পারছে না। যাত্রীরাই ঝুঁকি নিয়ে তাড়াহুড়ো করে লঞ্চে উঠে পড়ছে।’
ilish ser
মাওয়া বন্দর কর্মকর্তা মো. মহিউদ্দিন বলেন, ‘যাত্রী যত অতিরিক্তই হোক, তা আমাদের দেখার বিষয় নয়। বিষয় হচ্ছে লঞ্চটি লোড লাইন অতিক্রম করছে কি না। নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানের নির্দেশ মতে আমরা লোড লাইন অনুসরণ করে ঘাট থেকে লঞ্চগুলো ছাড়ছি।’

কালের কন্ঠ

Leave a Reply