চরকেওয়ারে অবাধে চলছে মাদক ব্যবসা

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরকেওয়ারের আলীরটেক বাজার, দক্ষিণ চরমশুরা, কাউয়াদি ও চরঝাপটাসহ মেঘনা তীর সংলগ্ন গ্রামে অবাধে বিক্রি হচ্ছে মাদক। ইয়াবা, ফেন্সিডিল, গাঁজা হাত বাড়ালেই মিলছে। ১৫-২০ জনের একটি দল বেশ কিছুদিন ধরে এখানে মাদকের সমাঞ্জ্য গড়ে তুলছে। এতে বিপথগামী হচ্ছে যুব সমাজ। মাদক ব্যবসার সাথে সাথে চক্রটি আধারে মেঘনা নদীতে ব্যাপাক চাঁদাবাজীসহ নানা অপরাধের সাথেও জড়িত।

এসব কারনে এলাকার নিরীহ মানুষ পড়েছে বিপাকে। প্রতিবাদ করলেও সমস্যায় পড়তে হচ্ছে। এদের ভয়ে স্থানীয় জনপ্রতিনিধিরাও মুখ খুলতে সাহস পাচ্ছে না। নাম পরিচয় না বলার সর্থে স্থানীয় একাধিক নারী-পুরুষরা বলেন, মাদকের পরিধি দিন দিন বড় হচ্ছে। মুন্সীগঞ্জ জেলায় বিভিন্ন এলাকায় মাদকের ব্যবসা চলছেও নতুন পুলিশ সুপার বিপ্লব বিজয় তালুকদারের নেতৃত্বে বিশেষ অভিযানের বেশ কিছু চালান আটক হয়। যার কারণে পাল্টে যায় বিক্রির কৌশল। কিন্তু প্রত্যন্ত অঞ্চল চরকেওয়ারে যেন এই অভিযানের ছোয় পড়েনি।

এব্যাপারে সদর থানার ওসি আবুল খায়ের ফকির জানান, মাদক নিয়ন্ত্রণে ব্যাপাক অভিজান চলছে। তবে মেঘনা নদীর তীরের চরকেওয়ারের গ্রামগুলোতে মাদক ব্যবসা বন্ধে কার্যকরী ব্যবস্থা গ্রহন করা হবে।

মুন্সিগঞ্জেরকাগজ

Leave a Reply