পিনাক মালিক জেলহাজতে সার্ভেয়ার সাইফুর ওএসডি

pinakDমাওয়ার পদ্মায় ডুবে যাওয়া পিনাক-৬ লঞ্চের মালিক এ বি সিদ্দিক কালুকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করতে আবেদন করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার দুপুর ১টার দিকে তাঁকে মুন্সীগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড চায় লৌহজং থানা পুলিশ। আদালতের বিচারক হারুন-আর-রশীদ আগামী সোমবার রিমান্ড আবেদনের শুনানির দিন ধার্য করে কালুকে জেলে পাঠানোর নির্দেশ দেন।

লৌহজং থানার ওসি তোফাজ্জেল হোসেন জানান, গত বুধবার রাতেই র‌্যাব তাঁকে লৌহজং থানা পুলিশের হাতে হস্তান্তর করে। পরে মামলার তদন্তের স্বার্থে বৃহস্পতিবার তাঁকে সাত দিনের রিমান্ড চেয়ে মুন্সীগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়।

উল্লেখ্য, গত ৪ আগস্ট প্রায় ৩০০ যাত্রী নিয়ে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মাওয়ায় পদ্মা নদীতে পিনাক-৬ লঞ্চটি ডুবে যায়।

সার্ভেয়ার সাইফুর রহমান ওএসডি : পিনাক-৬ লঞ্চকে অবৈধভাবে সার্ভে সনদ প্রদানকারী মির্জা সাইফুর রহমানকে গতকাল বৃহস্পতিবার ওএসডি করা হয়েছে। তাঁকে ঢাকা সদরঘাট বন্দরের সার্ভেয়ার পদ থেকে সমুদ্র পরিবহন অধিদপ্তরের প্রধান কার্যালয়ে ওএসডি করা হয়। তাঁর স্থলে সার্ভেয়ার নিয়োগ দেওয়া হয়েছে মইনুদ্দিন জুলফিকারকে। সমুদ্র পরিবহন অধিদপ্তরের মহাপরিচালক জাকিউর রহমান ভূঁইয়া এ আদেশ জারি করেন।

কালের কন্ঠ

Leave a Reply