জামিন দেননি মেরিন কোর্ট : বাবা-ছেলেকে জেলহাজতে প্রেরণ

pinakOwnersপিনাক-৬ লঞ্চডুবি মামলা
মাওয়ায় ডুবে যাওয়া পিনাক-৬ লঞ্চ মালিক আবু বক্কর সিদ্দিক কালু ও তাঁর ছেলে ওমর ফারুক লিমনের জামিনের আবেদন নামঞ্জুর করে জেলহাজতে পাঠিয়েছেন মেরিন আদালত। একই সঙ্গে জেলগেটে সরকারের তদন্ত কমিটিকে সাক্ষ্য নেওয়ার অনুমতি দেওয়া হয়। গতকাল বৃহস্পতিবার মেরিন আদালতের বিচারক স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. কামাল হোসেন শিকদার জনাকীর্ণ আদালতে এ আদেশ দেন।

গতকাল সকালে কালু ও লিমনকে মুন্সীগঞ্জ কারাগার থেকে ঢাকার মতিঝিলের বিআইডাব্লিউটিএ ভবনের আটতলার সমুদ্র পরিবহন অধিদপ্তরের কার্যালয়ের মেরিন আদালতে হাজির করা হয়। আদালতের কার্যক্রম শেষে আবার পুলিশি পাহারায় তাঁদের মুন্সীগঞ্জ কারাগারে নিয়ে আসা হয়। আগামী ১৫ সেপ্টেম্বর তাঁদের মুন্সীগঞ্জ আদালতে হাজির করা হবে।

কালের কন্ঠ

Leave a Reply