সিরাজদিখানের নৌকাবাইচ নিয়ে সংঘর্ষে নিহত ১ : আহত ৫ : উত্তেজনা

sssssইমতিয়াজ বাবুল: সিরাজদিখান উপজেলার ইছামতি নদীতে নৌকা বাইচ চলাকালে সংঘর্ষে নিখোঁজ শঙ্কর মল্লিক (৩৮)-এর লাশ বৃহস্পতিবার রাতে উদ্ধার হয়েছে। চিত্রকোটের চন্ডিপাড়া ঘাটের কাছে ভেসে উঠা লাশ স্বজনরা সনাক্ত করেছে। লাশের মাথার ডান পাশের রক্তাক্ত আঘাতের চিহ্ন রয়েছে। সে চিত্রকোটের ঘোষনগর এলাকার মৃত মদন মল্লিকের পুত্র। পেশায় কাঠমিস্ত্রী। ট্রলারে করে অন্যদের সাথে নৌকা বাইচ দেখতে আসেন তিনি।

বুধবার নৌকাবাইচ চলাকালে ট্রলার নিয়ে পিছু পিছু থাকা নিয়ে গোয়ালখালি গ্রামবাসীর সাথের মরিচা গ্রামের নৌকা বাইচ কমিটির সংঘর্ষ হয়। এই সময় পাঁচ জন আহত হয়। আঘাত প্রাপ্ত শঙ্কর নদীতে পড়ে যায়। তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। লাশ দেখে তার স্ত্রী ও দু’ শিশু কন্যার বুক ফাটা আর্তনাতে ইছামতি তীরের বাতাশ ভারি হয়ে উঠে। এই নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

সিরাজদিখান থানার এসআই মোজাম্মেল হোসেন ঘটনাস্থল থেকে রাত ৭টায় জানান, লাশ উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এই ঘটনায় এখনও কেউ গ্রেপ্তার হয়নি।

Leave a Reply