ইউপি সদস্যের জমিতে ১ হাজার মন আলুর স্তুপে আগুন

সুমিত সরকার সুমন: মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় এক ইউপি সদস্যের জমিতে থাকা ১ হাজার মন আলুতে দুর্বৃত্তদের আগুন দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার বানকাইচ গ্রামে ইউপি সদস্যের নিজ বাড়ির পাশের জমিতে স্তুপাকারে মজুদ করা আলুতে ওই আগুন দেওয়া হয় আজ রোববার ভোর ৪ টার দিকে।

পুলিশ জানিয়েছে- উপজেলার কলমা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য মো: মোবারকের জমিতে পৃথক ৩ টি স্তুপে হাজার মন আলুতে কে বা কারা এ আগুন দেয়।

ইউপি সদস্য ভুক্তভোগী মো: মোবারক দাবী করেন- নিজ বাড়ির পাশে জমিতে তিনি কয়েকটি স্তুপে ১ হাজার মন আলু মজুদ করেন। স্তুপের উপর ধানের খঁড়কুটো দিয়ে ওই আলু ঢেকে রাখেন।

রোববার ভোরের দিকে দুর্বৃত্তরা আলুর স্তুপের উপর খঁড়কুটোতে আগুন ধরিয়ে দেয়। গ্রামবাসী তাৎক্ষনিক আগুন নিয়ন্ত্রনে আনে। আগুনে কি পরিমান আলু পুড়েছে-তা জানা যায়নি।

লৌহজং থানার ওসি রেজাউল করীম বলেন- পুলিশ সরেজমিনে ঘটনার তদন্ত করেছে। এটি সাঁজানো ঘটনা হতে পারে বলে পুলিশ প্রাথমিক ভাবে ধারনা করছে।

বিডিলাইভ

Leave a Reply