লৌহজংয়ে সংখ্যালঘু পরিবারের ওপর হামলা : আহত ৫

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় পূর্বশত্রুতার জের ধরে সংখ্যালঘু ৫ জনকে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা। সোমবার বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলার পিংরাইল গ্রামের শম্ভুনাথ মল্লিকের বাড়িতে এসে দুর্বৃত্তরা হামলা চালায়।

পুলিশ সূত্র জানান, এ ঘটনায় শম্ভু নাথ(৭৫), ছেলে রিপন মল্লিক(৩৮), স্ত্রী রানী বালা মল্লিক (৫৫), পুত্রবধূ তমা মল্লিক ও কাজের মহিলা নিয়তি রানী দাস আহত হন। আঙ্কাজনক অবস্থায় রিপন মল্লিককে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তবে অন্যান্য আহতদের লৌহজং উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে। এ ব্যাপারে লৌহজং থানায় শম্ভুনাথের ছেলে পল মল্লিক উৎপল বাদী হয়ে মামলা দায়ের করেন।

পল মল্লিক উৎপল জানান, লৌহজং উপজেলার মিঠুসার গ্রামের মজিবর রহমান মল্লিক ও তার সন্ত্রাসী বাহিনী এ হামলা চালিয়েছে। বাড়ি থেকে উচ্ছেদ করার পায়তারা করছে তারা। আমরা নিরাপত্তাহীনতায় দিনযাপন করছি।

স্থানীয়রা জানায়, সংখ্যালঘু পরিবারটি মামলাজনিত কারণে প্রায়ই নির্যাতনের শিকার হচ্ছে। এরই জের ধরে সোমবার সকালে হামলা চালিয়ে পরিবারের ৫ জনকে আহত করেছে ক্ষমতাসীন দলের লোকজন।

লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রেজাউল হক জানান, পূর্ব শত্রুতার জের দুর্বৃত্তরা প্রায়ই তাদের নির্যাতন করছে বলে জানা গেছে। হামলাকারীরা খুব খারাপ প্রকৃতির লোক। এ ঘটনায় মামলা রুজু হয়েছে। মামলায় উল্লেখ্য আসামিদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের প্রকৃয়া চলছে।

এটিএন টাইমস

Leave a Reply