যৌতুক : ভালবেসে বিয়ে করেও রেহাই পাননি জহুরা

নির্যাতন সইতে না পেরে বিষপান
সিরাজদিখানে নির্যাতন সইতে না পেরে জহুরা বেগম আত্মহত্যার চেষ্টা করেছে। যৌতুকের দাবিতে স্বামী, শ্বশুর, শাশুড়ি ও ননদের নির্যাতনে বিষপানে আত্মহত্যার চেষ্টা করে সে। পরে তাকে আশপাশের লোকজন উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, সিরাজদিখান উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের পশ্চিম মধ্যপাড়া গ্রামের মৃত আজিজুল শেখের মেয়ে জহুরা বেগমকে ভালবেসে একই ইউনিয়নের আব্দুল কাশেম সিকদারের ছেলে জাবের সিকদার ৯ বছর আগে বিয়ে করে। বিয়ের পর থেকে যৌতুকলোভী স্বামী জাবের, শ্বশুর আব্দুল কাশেম, শাশুড়ি জরিনা বেগম ও ননদ আমেনা অমানসিক নির্যাতন করত।

এ নিয়ে এলাকায় একাধিকবার সালিশ বিচারও হয়েছে। সর্বশেষ গত ২৯ জানুয়ারি শুক্রবার সকালে যৌতুকের দাবিতে জহুরা বেগমকে মারপিট করে শ্বশুরবাড়ির লোকজন। পরে স্থানীয়রা জহুরাকে উদ্ধার করে প্রথমে ইছাপুরা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মিটফোর্ড মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করেন ডাক্তার।

জহুরা বেগম মোটামুটি আশঙ্কামুক্ত হলে শ্বশুর আব্দুল কাশেম শিকদার জহুরাকে বাড়ি নিয়ে আসেন। জহুরার মামা সেলিম মল্লিক জানান, শ্বশুরবাড়ির লোকেরা এর আগে বেশ কয়েকবার যৌতুকের জন্য আমার ভাগ্নিকে মারধর করে। ভাগ্নির দিকে তাকিয়ে স্বামী-শ্বশুরের চাওয়া মোতাবেক একাধিকবার টাকা দিয়েছি। এরপর আরও টাকা দাবি করে। সেই টাকা না দিতে পারায় তার স্বামী জাবের সিকদার, শ্বশুর আব্দুল কাশেম সিকদার, শাশুড়ি জরিনা বেগম ও স্বামীর বোন আমেনা যৌতুক দাবি করে মারধর ও মানসিক নির্যাতন করত।

জনকন্ঠ

Leave a Reply