টঙ্গীবাড়ী: আ.লীগের ৩২ প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ

জেলার টঙ্গীবাড়ী উপজেলার ১১টি ইউনিয়নে আগামী দুইদিনে আওয়ামী লীগের দলীয় কাউন্সিলের মাধ্যমে নৌকা মার্কার প্রার্থী মনোনয়ন চূড়ান্ত করা হবে। সে লক্ষ্যে বুধবার ছিল মনোনয়নপত্র বিক্রির শেষদিন।

বুধবার সকাল থেকেই উৎসবমুখর পরিবেশে মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক ইঞ্জিনিয়ার কাজী ওয়াহিদের কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করে প্রার্থীরা। ১১টি ইউনিয়নে নৌকা প্রতীকে মনোনয়ন পেতে মোট ৩২ জন প্রার্থী দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করে।

এ উপজেলার ১৩টি ইউনিয়নের মধ্যে ১১টির দলীয় কাউন্সিল আগামীকাল বৃহস্পতিবার ও শুক্রবার অনুষ্ঠিত হবে।

পাঁচগাঁও ও বালিগাঁও ইউনিয়ন দুটির সীমানা সংক্রান্ত জটিলতা থাকায় ওই দুইটিতে পরে কাউন্সিল অনুষ্ঠিত হবে।

এ ব্যাপারে টঙ্গীবাড়ী উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক হাফিজ আল আসাদ বারেক জানান, আগামীকাল ২৪ মার্চ উপজেলার আউটশাহী, সোনারং-টঙ্গীবাড়ী, বেতকা, আবদুল্লাহপুর, কে. শিমুলিয়া, ধীপুর ও ২৫ মার্চ আড়িয়ল, দিঘিরপাড়, যশলং, হাসাইল-বানারী ও কামারখাড়া ইউনিয়নের কাউন্সিলরদের গোপন ভোটে দলীয় প্রার্থী নির্বাচিত করা হবে। বাকি ২টি ইউনিয়নের প্রার্থী মনোনয়ন ফরম পরে দেওয়া হবে।

পূর্ব পশ্চিম

Leave a Reply