ঢাকা-মাওয়া সড়কে যান চলাচল বন্ধ

মঙ্গলবার সকাল থেকে ঢাকা-মাওয়া মহাসড়কে বাস চলাচল বন্ধ রয়েছে। শ্রমিকদের ৪৯৪ নম্বর সংগঠনের পুরাতন কমিটি ভেঙে নতুন কমিটি করা নিয়ে বিরোধের জের ধরে এ রুটে বাস চলাচল বন্ধ হয়।

মাওয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মোশারফ হোসেন জানান, শ্রমিকদের অভ্যন্তরীণ কোন্দলের জেরে সকাল থেকে ঢাকা-মাওয়া রুটে বাস চলাচল বন্ধ আছে।

এদিকে, ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক নূর হোসেন জানান, ঢাকা-মাওয়া রুটে শুধু নয়, মুন্সীগঞ্জ-ঢাকা রুটেও বাস চলাচল বন্ধ রয়েছে। সকালে ঢাকা-মুন্সীগঞ্জ রুটে বাস চললেও পরে শ্রমিকদের বাধার কারণে চলাচল বন্ধ হয়ে যায়। শ্রমিকদের এক দল চাচ্ছে বন্ধ রাখতে, অন্যদল চাচ্ছে বাস চালু রাখতে।

শ্রমিক সংগঠনের মধ্যকার গ্রুপগুলোর মধ্যে অভ্যন্তরীণভাবে সমঝোতার চেষ্টা করা হচ্ছে। শিগগিরই বাস চলাচল শুরু হবে বলে আশাবাদ ব্যক্ত করেন পরিবহন মালিক সংগঠনের এই নেতা।

শ্রমিক নেতা ফরিদ হোসেন জানান, গতকাল ৪৯৪ নম্বর শ্রমিক সংগঠনের অফিসে সাধারণ সম্পাদক বাবুলের সঙ্গে ভিন্ন গ্রুপের কথা কাটাকাটির পর অফিসে তালা দেওয়া হয়। আমরা বাবুলের নির্দেশে বাস চলাচল বন্ধ রেখেছি।

বাংলা ট্রিবিউন

Leave a Reply