মুন্সীগঞ্জের আলু বাজারের পরিস্থিতি

এবার আলু নিয়ে চরম হতাশায় মুন্সীগঞ্জের আলু চাষি ও পাইকাররা। এ জেলায় আগাম ও একাধিকবার বৃষ্টি হওয়ায় প্রথমতো কয়েকশ হেক্ট্রর ফসলী জমি জলাবদ্ধ হয়ে পুরো ফসল নষ্ট হয়ে গেলে, পাইকাররা মনে করেন এ জেলায় উৎপাদিত আলু চাহিদা মিঠাতে ব্যর্থ হবে। এই ভেবে ভিন্ন জেলা থেকে আলু এনে হিমাগারজাত করা হয়। এদিকে লক্ষ্যমাত্রা ভেদ করে এ জেলার আলু। ফলে যোগানের তুলনায় চাহিদা কম থাকায় পাইকারী বাজারে আলুর দাম প্রচুর কম। যার কারণে এবার দিশেহারা হয়ে পরেছে আলু চাষি ও পাইকাররা।

Leave a Reply