শ্রীনগরে মামলা তুলে নিতে বাদীকে চেয়ারম্যানের হুমকি

শ্রীনগরে এক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা করে বিপাকে পড়েছে অসহায় এক কৃষক পরিবার। একের পর এক হুমকি দিয়ে ওই পরিবারের ভিটা-বাড়ি থেকে উচ্ছেদ করার পাঁয়তারা করছেন ওই চেয়ারম্যান। এ ব্যাপারে ভুক্তভোগী পরিবারের পক্ষে শাহনাজ বেগম বাদী হয়ে শনিবার চেয়ারম্যানের বিরুদ্ধে শ্রীনগর থানায় জিডি করেন। ঘটনাটি ঘটেছে উপজেলার বাড়ৈখালী ইউনিয়নের শ্রীধরপুর গ্রামে।

জানা গেছে, গত ১৩ এপ্রিল সকাল ৯টার দিকে বাড়ৈখালী ইউপি চেয়ারম্যান সেলিম তালুকদার এবং তার ভাগ্নে আওয়াল ও জাহাঙ্গীরসহ বহিরাগত ২৫-৩০ জন দুর্বৃত্ত শ্রীধরপুর গ্রামের শেখ মুক্তার আলীর বাড়িতে অতর্কিত হামলা করে। এতে মহিলাসহ ১২ জন গুরুতর আহত হন। এ ব্যাপারে মুক্তার আলীর মেয়ে শাহনাজ বাদী হয়ে ওই দিনই শ্রীনগর থানায় মামলা করেন। মামলায় ইউপি চেয়াম্যানকে আসামি করায় বাদী ও বাদীর পরিবারের লোকজনদের চেয়ারম্যান ও তার সহযোগীরা মারাÍক ক্রুদ্ধ হন। এতে চরম উৎকণ্ঠায় দিন পার করছেন গরিব অসহায় ওই পরিবারের লোকজন। মামলা তুলে নেয়ার জন্য একের পর এক হুমকি দেয়া হচ্ছে বলে ভুক্তভোগী পরিবারের সদস্যরা অভিযোগ করেন।

যুগান্তর

Leave a Reply